শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাহাদের মুখে মাস্ক, খোলা মুখে শিশুদের গাইতে হল গান

চট্টগ্রাম প্রতিদিন প্রতিবেদন : মাস্ক পরে মঞ্চে ঠাঁই দাড়িয়ে আছেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তারসহ পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা। মঞ্চের এক পাশে কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই গান গাইছেন স্কুল শিক্ষার্থীরা।

এমন ছবি প্রকাশ হওয়ার পর সর্বত্র সমালোচনার ঝড়। করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতির কারণে এবারের স্বাধীনতা দিবসে আড়ম্বরপূর্ণ আয়োজনে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও ফটিকছড়িতে হয়েছে এর উল্টো। ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অনেকটা আড়ম্বরের সঙ্গেই পালিত হয়েছে স্বাধীনতা দিবসের কর্মসূচি।

বিষয়টি ভুল হয়েছে স্বীকার করে উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা পতাকা উত্তোলন শেষে দেখি শিক্ষার্থীদের মুখে মাস্ক নেই। তাদের বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল। শিশু একাডেমির পরিচালককে আমি প্রশ্ন করলে তিনি ‘সরি’ বলেছেন। তবে সরি বললেও ভুল তো হয়ে গেছে। আমরা আরও দায়িত্ববান হতে পারতাম।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন বলেন, ‘জাতীয় পতাকা উত্তোলনের সময় শিশু একাডেমির ৬ জন সদস্য শুধুমাত্র জাতীয় সংগীত পরিবেশন করেছে। আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী কোন জমায়েত করিনি। সবাই সুরক্ষা মাস্কও ব্যবহার করেছেন। জাতীয় সংগীত পরিবেশনার সময় তারা মাস্ক খুলেছে। আর কর্মসূচিও ছিল সংক্ষিপ্ত।’

প্রসঙ্গত, করোনাভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে সরকার স্বাধীনতা দিবসের বড় বড় কর্মসূচিগুলো বাতিল করে পতাকা উত্তোলনটুকু রেখেছে। পতাকা উত্তোলনের সময় খোদ জেলা প্রশাসকের কার্যালয়সহ অন্যান্য স্থানে রেকর্ড করা জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়