শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাহাদের মুখে মাস্ক, খোলা মুখে শিশুদের গাইতে হল গান

চট্টগ্রাম প্রতিদিন প্রতিবেদন : মাস্ক পরে মঞ্চে ঠাঁই দাড়িয়ে আছেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তারসহ পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা। মঞ্চের এক পাশে কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই গান গাইছেন স্কুল শিক্ষার্থীরা।

এমন ছবি প্রকাশ হওয়ার পর সর্বত্র সমালোচনার ঝড়। করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতির কারণে এবারের স্বাধীনতা দিবসে আড়ম্বরপূর্ণ আয়োজনে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও ফটিকছড়িতে হয়েছে এর উল্টো। ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অনেকটা আড়ম্বরের সঙ্গেই পালিত হয়েছে স্বাধীনতা দিবসের কর্মসূচি।

বিষয়টি ভুল হয়েছে স্বীকার করে উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা পতাকা উত্তোলন শেষে দেখি শিক্ষার্থীদের মুখে মাস্ক নেই। তাদের বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল। শিশু একাডেমির পরিচালককে আমি প্রশ্ন করলে তিনি ‘সরি’ বলেছেন। তবে সরি বললেও ভুল তো হয়ে গেছে। আমরা আরও দায়িত্ববান হতে পারতাম।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন বলেন, ‘জাতীয় পতাকা উত্তোলনের সময় শিশু একাডেমির ৬ জন সদস্য শুধুমাত্র জাতীয় সংগীত পরিবেশন করেছে। আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী কোন জমায়েত করিনি। সবাই সুরক্ষা মাস্কও ব্যবহার করেছেন। জাতীয় সংগীত পরিবেশনার সময় তারা মাস্ক খুলেছে। আর কর্মসূচিও ছিল সংক্ষিপ্ত।’

প্রসঙ্গত, করোনাভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে সরকার স্বাধীনতা দিবসের বড় বড় কর্মসূচিগুলো বাতিল করে পতাকা উত্তোলনটুকু রেখেছে। পতাকা উত্তোলনের সময় খোদ জেলা প্রশাসকের কার্যালয়সহ অন্যান্য স্থানে রেকর্ড করা জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়