শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণস্বাস্থ্যের করোনা শনাক্তকারি কিট অনুমোদনের জন্য ১০ এপ্রিলের মধ্যেই সরকারের কাছে জমা দেয়া হবে

মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার ডিবিসি টিভির ‘করোনার শৃঙ্খলে স্বাধীনতা’ টকশোতে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কিট তৈরিতে যেসব উপকরণ লাগবে, সেগুলোর মধ্যে বিদেশি উপাদানগুলো এরই মধ্যে চলে এসেছে। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে দেশীয় উপাদানগুলো এখনো পুরোপুরি সংগ্রহ করা সম্ভব হয়নি।

[৩] জাফরুল্লাহ চৌধুরী বলেন, ১০ এপ্রিলের মধ্যে কিট তৈরি করা সম্ভব হবে, এ কথা উল্লেখ করে তিনি বলেন, এরপর আমরা পরীক্ষার জন্য তা সরকারের কাছে জমা দেবো। সরকার দেখেশুনে অনুমোদন দিলেই করোনা শনাক্তকারি এই কিট পুরোদমে উৎপাদন করা শুরু হবে।

[৪] তিনি বলেন, জেলখানায় মানবতাবিরোধী, ফাঁসির আসামি, যাবজ্জীবন আসামি ছাড়া বাকি সবাইকে প্যারোলে মুক্তি বা সাধারণ ক্ষমা করে দিতে হবে। তা না হলে তাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে।

[৫] তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা যেভাবে সবাই একত্রিত হয়েছিলাম, ঠিক সেভাবেই সবার সম্মিলিত সচেতনতাই আমাদের করোনার হাত থেকে রক্ষা করবে।তবে এটি প্রতিরোধ করার জন্য সরকারকে সুচিন্তিতভাবে কাজ করতে হবে। একটি জাতীয় কমিটি গঠন করতে হবে। দলমত-নির্বিশেষে সবাইকে এক সাথে নিয়ে কাজ করতে হবে।

[৬] একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, করেনাভাইরাসকে প্রতিরোধ করে প্রমাণ করা হবে বাংলাদেশ বিশ্ব সেরা। এজন্য দেশের সব প্রতিষ্ঠান ও অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। তবে সরকারের দেয়া জনসাধারণের সব ধরণের সতর্কতা মূলক নীতিমালা মেনে চলতে হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। জনসমাগম থেকে দূরে থাকতে হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব ও রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়