শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণস্বাস্থ্যের করোনা শনাক্তকারি কিট অনুমোদনের জন্য ১০ এপ্রিলের মধ্যেই সরকারের কাছে জমা দেয়া হবে

মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার ডিবিসি টিভির ‘করোনার শৃঙ্খলে স্বাধীনতা’ টকশোতে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কিট তৈরিতে যেসব উপকরণ লাগবে, সেগুলোর মধ্যে বিদেশি উপাদানগুলো এরই মধ্যে চলে এসেছে। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে দেশীয় উপাদানগুলো এখনো পুরোপুরি সংগ্রহ করা সম্ভব হয়নি।

[৩] জাফরুল্লাহ চৌধুরী বলেন, ১০ এপ্রিলের মধ্যে কিট তৈরি করা সম্ভব হবে, এ কথা উল্লেখ করে তিনি বলেন, এরপর আমরা পরীক্ষার জন্য তা সরকারের কাছে জমা দেবো। সরকার দেখেশুনে অনুমোদন দিলেই করোনা শনাক্তকারি এই কিট পুরোদমে উৎপাদন করা শুরু হবে।

[৪] তিনি বলেন, জেলখানায় মানবতাবিরোধী, ফাঁসির আসামি, যাবজ্জীবন আসামি ছাড়া বাকি সবাইকে প্যারোলে মুক্তি বা সাধারণ ক্ষমা করে দিতে হবে। তা না হলে তাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে।

[৫] তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা যেভাবে সবাই একত্রিত হয়েছিলাম, ঠিক সেভাবেই সবার সম্মিলিত সচেতনতাই আমাদের করোনার হাত থেকে রক্ষা করবে।তবে এটি প্রতিরোধ করার জন্য সরকারকে সুচিন্তিতভাবে কাজ করতে হবে। একটি জাতীয় কমিটি গঠন করতে হবে। দলমত-নির্বিশেষে সবাইকে এক সাথে নিয়ে কাজ করতে হবে।

[৬] একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, করেনাভাইরাসকে প্রতিরোধ করে প্রমাণ করা হবে বাংলাদেশ বিশ্ব সেরা। এজন্য দেশের সব প্রতিষ্ঠান ও অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। তবে সরকারের দেয়া জনসাধারণের সব ধরণের সতর্কতা মূলক নীতিমালা মেনে চলতে হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। জনসমাগম থেকে দূরে থাকতে হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব ও রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়