শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত্যুপুরী ইতালি ও স্পেন, নেপথ্যে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ!

ডেস্ক রিপোর্ট[ :২] চীনের পর সবচেয়ে বেশি করোনাভাইরাসের বিস্তার ঘটেছে ইতালি ও স্পেনে। মৃত্যু মিছিলের রেকর্ড ছুঁয়েছে ইতালি, এরই মধ্যে আট হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। ইতালির পরই রয়েছে স্পেন, চীনকে পেছনে ফেলে এ দেশে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। কার্যত, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনায় মৃত্যুপুরী এই দুই দেশ। বাংলাদেশ প্রতিদিন, জাগো নিউজ, বিবিসি বাংলা

[৩] ইতালি ও স্পেন দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দায়ী চ্যাম্পিয়ন্স লিগের আতালান্টা-ভ্যালেন্সিয়া ম্যাচ। কারণ ওই ম্যাচটি দেখতে একসঙ্গে ৪০ হাজার দর্শক মিলান ভ্রমণ করেছিলেন। যার ফলে গোটা দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি। এমনটাই দাবি করেছেন ইতালির চিকিৎসক লুকা লরিনি। এদিকে করোনাভাইরাসে কারণে ক্লাব থেকে কোন বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন, জার্মানির সর্বোচ্চ বিভাগের ফুটবল দল ইউনিয়ন বার্লিনের খেলোয়াড়রা। আক্রান্তদের সাহায্যে এগিয়ে এসেছেন এনবিএ তারকা দানিলো ও রিকি।

[৪] করোনা প্রবল বিস্তারের কেন্দ্রবিন্দু যেন ইউরোপ। বিশেষ করে ইতালি আর স্পেনে দিনে দিনে যেন বাড়ছে এর প্রকোপ। করোনার এমন বিস্তারের জন্য উয়েফাকে এবার একহাত নিলেন ইতালির জিওভান্নি হাসপাতালের আইসিউ বিভাগের প্রধান লুকা লরিনি। তার মতে চ্যাম্পিয়ন্স লিগের আতালান্টা-ভ্যালেন্সিয়া ম্যাচের জন্যই এই দুই দেশে এতোটা ছড়িয়েছে ক রোনাভাইরাস। ম্যাচের দ্বিতীয় লেগটা হয়োছিলো ক্লোজ ডোর। কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার তা হয়ে গিয়েছিলো বলে মনে করেন লুকা। আতালান্টার দর্শকরা ছাড়াও ওই ম্যাচটি দেখতে ২৫শ স্প্যানিশ ফ্যান মিলান ভ্রমণ করেছিলো।

[৫] জিওভান্নি হাসপাতালের আইসিউ-এর বিভাগীয় প্রধান লুকা লরিনি বলেন, দেখুন সেই ম্যাচটি দেখতে মাঠে ৪০ হাজার দর্শক ছিলো। আতালান্টা ৪টা গোল করেছে। প্রতিটা গোলেই দর্শকরা একসঙ্গে আনন্দ উপভোগ করেছে। একে অপরকে জড়িয়ে ধরেছে, চুমু খেয়েছে। ঐ ম্যাচের দুই দুইদিন পরেই ইতালিতে কমিউনিটি পর্যায়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আমি বুঝি না ওই সময়ের এমন পরিস্থিতে উয়েফা কি করে এমন কাজ করতে পারলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়