রাশিদ রিয়াজ : [২] বেসরকারি খাত ছাড়াও বাণিজ্যিক প্রতিষ্ঠান ফার্মাসি, সমবায় সমিতি, মুদি দোকানদার, সুপারমার্কেট ছাড়াও প্রত্যন্ত অঞ্চলে ২০ শতাংশের বেশি কর্মী কাজে যোগ দিতে পারবে না। ৯ এপ্রিল পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এরাবিয়ান বিজনেস
[৩] করোনাভাইরাস থেকে সাধারণ মানুষকে দূরে রাখতেই এ ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে আমিরাত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এর আগে গত ১৫ মার্চ পর্যন্ত দুই সপ্তাহের সরকারি চাকুরেদের জন্যে ঘরে বসে কাজ করা বাধ্যতামূলক করায় আশানুরুপ ফল পাওয়া যায়। দুবাই ইকোনমি
[৪] আবুধাবিতেও এধরনের ঘরে বসে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে। এ সপ্তাহের শুরুতে দুবাই চেম্বারের পক্ষ থেকে বেসরকারি কোম্পানি কর্মীদেরকে ঘরে বসে কাজ করার সুযোগ দেয়ার আহবান জানানো হয়।
[৫] আমিরাতে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৩। বিমান যোগাযোগ স্থগিত করা হয়েছে দেশটিতে।