শিরোনাম
◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: পে-স্কেলের মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব, কোন গ্রেডে কত? ◈ বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে বড় সুখবর! ◈ নোট অব ডিসেন্ট না রেখে অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা ঐকমত্য কমিশনের: সালাহউদ্দিন আহমদ ◈ কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, জরুরি অবতরণেও নিষেধাজ্ঞা জারি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের ১০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠিত  ◈ সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ ◈ বিএনপির অবস্থান পরিবর্তন হয়নি, গণভোট ও নির্বাচন হতে হবে একই দিনে: আমীর খসরু

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৪:২৩ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের নিয়ন্ত্রণে দেশের পাঁচ তরুণ তৈরি করেছেন ‘কোয়ারেন্টিন ট্র্যাকার’ অ্যাপ

হ্যাপি আক্তার : বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে কোভিড-১৯। ভাইরাস মোকাবিলায় পৃথিবীর অনেক দেশকেই হিমশিম খেতে হচ্ছে। বাংলাদেশে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারের উদ্বেগের সবচেয়ে বড় কারণ হলো দেশে ফেরা প্রবাসীরা। যাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও অনেকেই তা মানছেন না। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে করতেই তরুণদের এই অ্যাপ আবিষ্কার করা। এনটিভি

[২] বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাস করা অরূপ গোলদার ধ্রুব, কম্পিউটার বিজ্ঞান (সিএসই) থেকে পাস করা নাঈম রেজা ও সাকিব হাসান সৌর এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান বিভাগ থেকে পাস করা ধনঞ্জয় বিশ্বাস ও ফয়সাল আহমেদ শুভ এই অ্যাপটি তৈরি করেছেন। টেকজুম ডটটিভি, এনটিভি

[৩] অ্যাপটির নির্মাতারা জানান, কোয়ারেন্টাইন ট্র্যাকারের মাধ্যমে ট্র্যাকিং এমন একটি সিস্টেম যা সরকারকে সাহায্য করবে কোয়ারেন্টাইন ব্যক্তিকে (যে কোন সংখ্যার) ট্র্যাক করতে। এই ট্র্যাকিং অ্যাপসে জিপিএস এবং ফেইস ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর আগে চীনা এবং কোরিয়ানরা এই প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় বেশ সাহায্য পেয়েছে।

[৪] এ বিষয়ে দলনেতা সাকিব হাসান সৌর বলেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে এখন পর্যন্ত চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সিঙ্গাপুরের মতো দেশগুলো সফল হয়েছে। তাদের কার্যকলাপ এবং কীভাবে তারা পুরো বিষয়টি করেছে সেদিকে যদি লক্ষ করি, তাহলে একটি বিষয় খুবই পরিষ্কার যে তারা সফলভাবে বড় পরিসরে কোয়ারেন্টিন প্রোগ্রাম চালাতে পেরেছে এবং এর জন্য তারা প্রযুক্তির সহায়তা নিয়েছে।’

[৫] সাকিব হাসান সৌর আরো বলেন, ‘বর্তমানে আমাদের এখানে কিছু সংখ্যক মানুষ কোয়ারেন্টিন অবস্থায় আছেন, যাঁদের ম্যানুয়ালি ট্র্যাক করা খুবই সহজ। কিন্তু যদি আমরা সেটা বড় পরিসরে করতে চাই, সে ক্ষেত্রে এ রকম ম্যানুয়াল প্রসেস দিয়ে পুরো বিষয়টিকে সফলভাবে চালনা করা প্রায় অসম্ভব। এ ক্ষেত্রে আমাদের কোয়ারেন্টিন ট্র্যাকিং সিস্টেম অ্যাপ বড় পরিসরে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের ট্র্যাক করতে সহায়তা করবে।’ ‘কোয়ারেন্টিন ট্র্যাকার’ অ্যাপে জিপিএস/ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সরকারের সহযোগিতা কামনা করছি এবং আশা করছি এ সিস্টেম ব্যবহার করে পরিস্থিতি মোকাবিলায় তারা আরো জোরালো ভূমিকা রাখবে।’

[৬] একই পদ্ধতিতে বিষয়টি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার কথাও ভাবা হচ্ছে জানিয়ে বুয়েট শিক্ষার্থী সৌর বলেন, ‘সাধারণ মানুষ তাদের পরিবার-পরিজনদের (যারা হয়তো দূরে থাকেন কিংবা করোনাভাইরাস নিয়ে ততটা সচেতন নন) ট্র্যাক করতে পারবে, যাতে তারা হোম-কোয়ারেন্টিনে থাকে।’

[৭] ‘আমরা কয়েকজন সহকর্মী ও বন্ধুরা মিলে এই সিস্টেম ডেভেলপ করার পেছনে কাজ করছি; আমাদের মূল উদ্দেশ্য আমাদের প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে কমিউনিটিকে সাপোর্ট দেওয়া’, যোগ করেন সৌর।

[৮] দেশে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে ৩৩ জন আক্রান্তের তথ্য জানিয়েছে সরকার। যাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন সুস্থ হয়েছেন। এছাড়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫১৫ জনে। বাংলাদেশসহ বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। টেকজুম ডটটিভি, এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়