মুসবা তিন্নি : [২] করোনা আতেঙ্কের মাঝেই ঢাকা থেকে রাজশাহীতে কুরিয়ার যোগে পণ্যের বদলে মানুষ নিয়ে আসেছে আহমেদ কুরিয়ার সার্ভিস নামের একটি প্রতিষ্ঠান। প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ রোধে বন্ধ হচ্ছে সব ধরনের গণপরিবহন। এরই মধ্যে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার। মানুষজনকে ঘরবন্দি করতে মাঠে নেমেছে প্রশাসনের একাধিক টিম। তারপরও ঠেকানো যাচ্ছে না রাজধানী ছেড়ে আসা মানুষের স্রোত। বাস-ট্রেন না পেয়ে বুধবার বিকেলে পার্সেল সেবাদানকারী প্রতিষ্ঠান আহমেদ কুরিয়ারের ভ্যানে চেপে রাজশাহী ফিরেছে মানুষ। এ কাণ্ডে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
[৩] বুধবার সকাল ১১.১৫ মিনিটে রাজশাহী মহানগরীর কুমারপাড়া মোড়ে আহমেদ কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি এসে পৌঁছে কিন্তু কাভার্ডভ্যান থেকে পার্সেলের বদলে ভ্রমনকালীন ব্যাগ হাতে যাত্রীরা বের হচ্ছিলেন, এসময় অনেকেই সেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।
[৪] এ সময় আমাদের নতুন সময় এবং আওয়ার টাইম পত্রিকার রাজশাহী স্টাফ রিপোর্টার ঘটনাস্থল থেকে সরাসরি আহমেদ গ্রুপের প্রধান মালিকের নিকট যান এই বিষয়টি নিয়ে জানার জন্য। সেখানে গিয়ে আহমেদ গ্রুপের মালিকের ছেলে নাসিম আহমেদ বলেন তিনিই এখন বর্তমান মালিক এবং তার সাথে সরাসরি এ বিষয়ে কথা বললে, তিনি জানান, পার্সেলে আসলে এ সমস্ত কার্যকলাপ হয়েই থাকে। তিনি আরো বলেন, পার্সেলের কাভার্ড ভ্যানে যারা এসেছেন সবাই তাদের লেবার এবং ঢাকা থেকে অাসার পথে সিরাজগঞ্জে তাদের গাড়িটি পুলিশ আটকও করে বলে তিনি জানান, কিন্তু পরে সমস্ত লেবারের কাছে জাতীয় পরিচয় পত্র থাকায় গাড়িটি অাবার রাজশাহীর পথে ছেড়ে দেয়া হয় বলে তিনি জানান। প্রশ্নের এক পর্যায়ে পরক্ষনেই তিনি বলেন, তার গাড়ির মধ্যে মানুষ এসেছে নাকি পার্সেল সেটা তার জানার বিষয় নয়। তাদের ম্যনেজার মাঝে মাঝে কোথায় তাদের গাড়ি ট্রিপ করান সেই বিষয়েও তাদের সব সময় ধারণা থাকেনা।
[৫] কিন্তু বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট লোসনি চাকমার নজরে এলে বিকেলে তার নেতৃত্বে অভিযানে যায় রাজশাহী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যামান আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেন আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক নবুয়াত আলীর কাছে থেকে।এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আহমেদ কুরিয়ার সার্ভিসের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশও দিয়েছেন তিনি।
[৬] অভিযানকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলামও উপস্থিত ছিলেন। তিনি জানান, যে সময় এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষের যাতায়ত নিরুৎসাহিত করা হচ্ছে, গণপরিবহন বন্ধ করে দেয়া হচ্ছে, সে সময় অতিরিক্ত টাকা নিয়ে ঝুঁকিপূর্ণভাবে আহমেদ পার্সেল সার্ভিসের কাভার্ডভ্যানে ঢাকা থেকে অন্তত ৩৫ জনকে রাজশাহী আনা হয়। সে জন্য প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
https://m.facebook.com/story.php?story_fbid=212882109953578&id=100036953714605