জিএম. মিজান, বগুড়া প্রতিনিধি: [২] শেরপুর উপজেলার ঘোগা বটতলা নামক স্থানে যাত্রীবাহী বাস ও লবণ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ২০ জন।
[৩] জানা যায়, বুধবার দুপুর ১২টায় ঢাকা থেকে লবণবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে আর বগুড়া থেকে যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের দিকে যাওয়ার পথে শেরপুর উপজেলার ঘোগা বটতলা নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই চারজন নিহত হয়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
[৪] আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর এ প্রতিবেদক-কে বলেন, ঘোগা বটতলা নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ এ সময় ট্রাকটি উল্টে গেলে লবণের বস্তার ওপর বসে থাকা শ্রমিকরা চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই চার শ্রমিক মৃত্যু হয়। বাসযাত্রীসহ আহত হন আরও ১০ জন।
[৫] এদিকে বুধাবার সকালে একই উপজেলার দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃদুল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মৃদুল হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার চাঁচরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
[৬] জানা যায়, ভোরে মহিপুর জামতলা এলাকায় নওগাঁগামী লবণ বোঝাই ট্রাক এবং ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লবণ বোঝাই ট্রাক উল্টে যায় এবং ট্রাকের উপরে থাকা যুবক মৃদুল চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এতে আহত হন আরও ৪ জন। শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা রতন ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, আহত ৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ