মাসুদ রানা: নাম : সংগঠনের নাম হবে ‘মানবিক বাহিনী’। প্রতিটি স্থানে ‘মানবিক বাহিনী’ নামটির পর একটি কমা চিহ্ন দিয়ে ওই স্থানের নাম এবং ‘কমান্ড’ শব্দটি যুক্ত করতে হবে। যেমন : ‘মানবিক বাহিনী, ঢাকা কমান্ড’। চরিত্র : মানবিক বাহিনী হবে মানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক, নির্দলীয়, বিশ্বাস-নিরপেক্ষ, গণতান্ত্রিক ও গণজবাবদিহিমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। উদ্দেশ্য : প্রাকৃতিক দুর্যোগ, মানবিক বিপর্যয় ও জাতীয় কিংবা বৈশ্বিক মহামারীর বিরুদ্ধে বেঁচে থাকার সংগ্রামে মানুষকে সাহায্যকরণ। লক্ষ্য : ১. তথ্য : সংকট ও বিভ্রান্তিরকালে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও সহভাগ করা।
২. প্রতিরক্ষা : মানবিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ এবং জাতীয় কিংবা বৈশ্বিক মহামারী হতে আশঙ্কিত ক্ষতির হুমকি থেকে মানুষকে প্রতিরক্ষায় সাহায্য করা। ৩. জীবনোপায় : সংকটকালে বিপর্যয়ের শিকার ও অরক্ষিত মানুষের বেঁচে থাকার উপকরণ নিশ্চিতকরণে সাহায্য করা। ৪. চিকিৎসা : সংকটকালে অসুস্থ ও অরক্ষিত মানুষদের চিকিৎসা নিশ্চিত করায় সাহায্য করা। ৫. শিক্ষা : বিভ্রান্তি ও অনিশ্চিয়তারকালে কুসংস্কারের বিপরীতে বৈজ্ঞানিক জ্ঞানের মধ্য দিয়ে ক্ষমতায়িত হতে এবং মনোবল বৃদ্ধিতে সাহায্য করা। ৬. নেটওয়ার্কিং : প্রাসঙ্গিক সরকারি ও বেসরকারি সংগঠনের সঙ্গে সহায়তা ও সহযোগিতার একটি কর্মতালিকা প্রতিষ্ঠা করা, যাতে ক্ষতিগ্রস্ত ও অরক্ষিত মানুষেরা তাদের জন্য নিবেদিত সাহায্য পূর্ণমাত্রায় লাভ করেন।(দ্বিতীয় অধ্যায়ের জন্য দয়াকরে অপেক্ষা করুন)। ২৪/০৩/২০২০, লন্ডন, ইংল্যান্ড