শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রীবাহি পরিবহন পারাপার বন্ধ

কামাল হোসেন, গোয়ালন্দ প্রতিনিধি : [২] নোভেল করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে দেশের ব্যাস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুপথে ফেরি চলাচল সীমিত করে সকল ধরনের যাত্রীবাহি পরিবহন পারাপার বন্ধ করে দিয়েছে বিআইডবিøউটিসি কতৃপক্ষ। তবে মঙ্গলবার দুপুরেও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকায় লঞ্চে ছিল উপচে পড়া ভীড়।

[৩] জানা যায়, মরণঘাতি নোভেল করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে গণ পরিবহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এরই ধারবাহিকতায় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মঙ্গলবার সকাল থেকেই দুরপাল্লার পরিবহনসহ সকল ধরনের যাত্রীবাহি পরিবহন পারাপার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে পন্যবাহি ট্রাক ও জরুরী যানবাহন পারাপারের জন্য চালু আছে সীমিত আকারে ফেরি চলাচল। জরুরী যানবাহন পারাপারের জন্য সীমিত আকারে ফেরি চলাচল করায় ওই সকল ফেরিতে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী পারাপার হচ্ছে। এছাড়া নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকায় লঞ্চে প্রচন্ড চাপ বেড়েছে যাত্রীদের। লঞ্চে ঠাসাঠাসি করে নদী পারাপার হওয়ায় করোনা ভাইরাস সংক্রামন ঝুঁকি রয়েই গেছে। এতেকরে কর্তৃপক্ষের উদ্দেশ্য সফল না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

[৪] বিআইডবিøউটিএ’র পোর্ট ইন্সপেক্টর ফরিদুল ইসলাম জানান, ইতিমধ্যে লঞ্চ বন্ধের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়েছি। দ্রæত সময়ের মধ্যে চলচলরত সকল লঞ্চ বন্ধ করে দেয়া হবে।

[৫] বিআইডবিøউসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বস্তাবায়নে ইতিমধ্যে যাত্রীবাহি পরিবহনের জন্য নির্ধারিত টিকিট কাউন্টার বন্ধ করে দেয়া হয়েছে। পণ্যবাহি ট্রাকসহ জরুরী যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে সীমিত আকারে ফেরি চলাচল চালু রাখা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়