শিরোনাম
◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০২:৩২ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ : ইতালিতে একদিনে আরও ৬০৩ মৃত্যু

ইসমাইল হোসেন স্বপন, ইতালি : [২] কোভিড-১৯ এ ইতালির মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছেই। প্রতিদিন বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

[৪] গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ এ প্রাণ হারিয়েছেন ৬০৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৯০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৯২৮ জন।

[৫] গত শনিবার দেশটিতে ৭৯৩ জনের প্রাণহানির হয়েছে। এখন পর্যন্ত এটাই যে কোনও দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এমনকি সর্বোচ্চ মৃত্যুর তালিকায় কোভিড-১৯ এর উৎস চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি। ইতালিতে এখন পর্যন্ত কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৮ জনের।

[৬] এদিকে এই সপ্তাহে ইতালিতে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে ইতালির ত্রিয়েস্তা হাসপাতালে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ খান (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে।

[৭] প্রায় এক সপ্তাহ আগে তিনি জ্বর,কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ইতালির মোনফালকোনা শহরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নরসিংদী।

[৮] আর গত শুক্রবার রাতে ইতালির মিলান শহরে করোনায় আক্রান্ত হয়ে গোলাম মাওলা (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা যান। সর্দি কাশি, ঠান্ডা জনিত সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

[৮] কোভিড-১৯ এ এখন ইতালি বাংলাদেশি কমিউনিটিতে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে। অনেক বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর লোকমুখে শোনা গেলেও ঠিক কতজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না।

[৯] একই সপ্তাহে দুই বাংলাদেশির মৃত্যুতে ইতালিতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়