মনিরুল ইসলাম : [২] গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও টাষ্ট্রি বলেন, আমরা যে করোনা ভাইরাস শনাক্তের কিট উদ্ভাবন করেছি এটি কোন নতুন নয়। এ কিট তৈরিতে যে সব সামগ্রী লাগবে তা আনতে সরকার ও বিত্তবান মানুষরা আর্থিকভাবে এগিয়ে এলে প্রতিদিন ১ লাখ কিট তৈরি সম্ভব।
[৩] ডাঃ জাফরুল্লাহ চৌধুরী একটি বেসরকারি টিভি চ্যানেলের ( যমুনা টিভি) টক শোতে বলেন, এখন করোনা ভাইরাস পরীক্ষা করে রোগী শনাক্ত করাই একমাত্র দরকার। তিনি বলেন, বাইরে থেকে আসা প্রবাসীরা এলে এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রয়োজনে হোটেল রেডিসনে রাখার ব্যবস্থা করে তাদেরকে করোনা চিকিৎসা করা যেতে পারে।