রাশিদ রিয়াজ : ভারতীয় জ্যোতিষী আচার্য বিনোদ কুমার বলেছেন আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি করোনাভাইরাসের রাহু মুক্তি হবে ভারত। কারণ করোনা গ্রীষ্মকাল সহ্য করতে পারবে না। গ্রহ নক্ষত্রের সমষ্টিগত কর্মফলই দায়ী করোনার জন্যে দাবি কুমারের। ইনস্ট্রাগ্রাম
[২] তবে অনেক জ্যোতিষীদের ধারণা খুব শীঘ্রই মার্চ পর্যন্ত করোনার প্রভাব থাকবে বিশ্ববলয়ে। আশীষ মেহতা এক ভিডিও বার্তা এমন দাবি করেছেন।
[৩] দুবাইয়ের জ্যোতিষী আচার্য সন্দ্বীপ ভার্গব ও উবেন্দ্র শাস্ত্রী বলছেন মে নাগাদ করোনাভাইরাস রাহু মুক্ত হবে পৃথিবী। সন্দ্বীপ ১১ মে বেধে দিয়ে বলছেন এরপর করোনার প্রভাব দ্রুত কাটতে থাকবে। গালফ নিউজ