শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্রুত ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করে করোনা সংক্রমণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেয়ার আহবান বাম গণতান্ত্রিক জোটের

মনিরুল ইসলাম: [২] জোটের পক্ষ থেকে করোনা মোকাবেলায় অবিলম্বে ৫ হাজার কোটি টাকা বরাদ্দসহ ৮ দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নের আহ্বান জানান। রোববার দুপুরে পুরানা পল্টনস্থ মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়ে বলা হয় , বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস সংক্রমণকে বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করলেও সরকার যথাযথ প্রস্তুতি না নিয়ে চরম উদাসীনতা, দায়িত্বহীনতা ও অযোগ্যতার পরিচয় দিয়েছে।

[৩] ৮ দফায় বলা হয়, কিছু হাসপাতালকে বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তুলতে হবে। যেখানে কোয়ারেন্টাইন, আইসোলেশন ও চিকিৎসা একইসঙ্গে থাকতে হবে। ঢাকার আর্মি স্টেডিয়ামসহ প্রতিটি জেলা-উপজেলায় স্টেডিয়ামকে ফিল্ড হাসপাতালে পরিণত করতে হবে।প্রয়োজনে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় সাময়িক হাসপাতাল এবং সেনা বাহিনীর ডাক্তারদেরকে নিয়োগ দিতে হবে। করোনা পরীক্ষার জন্য জেলা-উপজেলায় পর্যাপ্ত বিশেষায়িত প্যাথলজিকাল ল্যাবরেটরি স্থাপন।

[৪] গার্মেন্টসসহ শিল্প কারখানার শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, প্রয়োজনীয় প্রশিক্ষণ, কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতার ব্যবস্থা।কর্মক্ষেত্রে শ্রমিক আক্রান্ত হলে চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এছাড়া ডাক্তার, নার্স, সাংবাদ কর্মী, পরিবহণ কর্মী, পুলিশসহ অন্যান্যদের প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করতে হবে।

[৫] সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদফিরোজ। এ সময় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান, নজরুল ইসলাম, মানস নন্দী, আকবর খান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়