শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে টাঙ্গাইল কান্দাপাড়ার পতিতালয় লকডাউন

অলক কুমার , টাঙ্গাইল প্রতিনিধি: [২] প্রাণঘাতী করোনা ঠেকাতে টাঙ্গাইলের কান্দাপাড়া পতিতালয় লকডাউন করা হয়েছে। ২০ মার্চ সন্ধ্যা থেকে ০৩ এপ্রিল পর্যন্ত ১৫ দিনের জন্য এই লকডাউন করা হয়েছে।

[৩] শুক্রবার (২০ মার্চ) বিকেলে টাঙ্গাইলে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান স্বশরীরে টাঙ্গাইল কান্দাপাড়ায় পতিতাদের সাথে সরাসরি কথা বলে লকডাউন করা হয়।

[৪] এসময় প্রতিজনকে ১৫ দিনের জন্য ৩০ কেজি করে চাল দেয়া হয়।

[৫] এ বিষয়ে নারী মুক্তির সদস্য রুবি বেগম জানান, এর আগে এরকম ঘটনা ঘটে নাই। দূর্যোগ মোকাবেলায় সকলের অংশগ্রহণ প্রশংসার দাবি রাখে।

[৬] নারী মুক্তি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর আফিজ ইকবাল খান বলেন, এখানকার মেয়েরা এই ১৫ দিন ক্লিনিক ও নারী মুক্তি’র অফিস ছাড়া অন্য কোথাও যেতে পারবে না। এখানে বাহিরের কোনো লোক প্রবেশ করতেও পারবে না।

[৭] স্থানীয় কাউন্সিলার আব্দুল আলিম বলেন, বিষয়টি আমরা সার্বিক পর্যবেক্ষনে রাখবো, যেন কোন লোক ভিতরে প্রবেশ করতে না পারে।

[৮] জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, আমরা সকলেই সুস্থ থাকবো, সকলে মিলে করোনাকে মোকাবিলা করবো। আগামি ১৫ দিন আপনারা সাবধানে থাকবেন, নিয়ম মেনে বলবেন। যেন সবাই ভালো থাকতে পারি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়