শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে টাঙ্গাইল কান্দাপাড়ার পতিতালয় লকডাউন

অলক কুমার , টাঙ্গাইল প্রতিনিধি: [২] প্রাণঘাতী করোনা ঠেকাতে টাঙ্গাইলের কান্দাপাড়া পতিতালয় লকডাউন করা হয়েছে। ২০ মার্চ সন্ধ্যা থেকে ০৩ এপ্রিল পর্যন্ত ১৫ দিনের জন্য এই লকডাউন করা হয়েছে।

[৩] শুক্রবার (২০ মার্চ) বিকেলে টাঙ্গাইলে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান স্বশরীরে টাঙ্গাইল কান্দাপাড়ায় পতিতাদের সাথে সরাসরি কথা বলে লকডাউন করা হয়।

[৪] এসময় প্রতিজনকে ১৫ দিনের জন্য ৩০ কেজি করে চাল দেয়া হয়।

[৫] এ বিষয়ে নারী মুক্তির সদস্য রুবি বেগম জানান, এর আগে এরকম ঘটনা ঘটে নাই। দূর্যোগ মোকাবেলায় সকলের অংশগ্রহণ প্রশংসার দাবি রাখে।

[৬] নারী মুক্তি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর আফিজ ইকবাল খান বলেন, এখানকার মেয়েরা এই ১৫ দিন ক্লিনিক ও নারী মুক্তি’র অফিস ছাড়া অন্য কোথাও যেতে পারবে না। এখানে বাহিরের কোনো লোক প্রবেশ করতেও পারবে না।

[৭] স্থানীয় কাউন্সিলার আব্দুল আলিম বলেন, বিষয়টি আমরা সার্বিক পর্যবেক্ষনে রাখবো, যেন কোন লোক ভিতরে প্রবেশ করতে না পারে।

[৮] জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, আমরা সকলেই সুস্থ থাকবো, সকলে মিলে করোনাকে মোকাবিলা করবো। আগামি ১৫ দিন আপনারা সাবধানে থাকবেন, নিয়ম মেনে বলবেন। যেন সবাই ভালো থাকতে পারি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়