শাহনাজ বেগম : [২] জন হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে, বিশ্বে ১৮৫ দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৪২৭ জন এবং মারা গেছেন ১১ হাজার ৪০৪ জন। সুস্থ্য হয়েছেন, ৯১ হাজার ৯৭৯ জন। সিএনএন
[২] একদিনে ইতালিতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় সেনাবাহিনীকে লকডাউন কার্যকর করার নির্দেশ দিয়েছে সরকার।
[৩] বিশ^ স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) টেড্রোস এডানমস গেব্রিয়াসুস সতর্ক করে বলেছেন, বয়স্ক লোকেদের সঙ্গে অল্প বয়স্কদের সামাজিকীকরণ ও যোগাযোগ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
[৪] মার্কিন যুক্তরাষ্ট্রে ১ দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫০ জন এবং মারা গেছেন ৩০ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ জনে। মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৬৪৮ জন।
[৫] স্পেনে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৩ জন এবং আক্রান্ত হয়েছেন২১ হাজার ৫৭১ জন।
[৬] যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৩ জন।