শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউইয়র্কে করোনায় মারা গেছেন দুই বাংলাদেশী, বর্ণমালা নিউজের খবর

ডেস্ক রিপোর্ট : [২] তাদের একজন মোতাহার হোসেন, অপর জন আলী। এস্টোরিয়া এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব মোতাহার হোসেন গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান। হার্টের সমস্যা সহ বিবিধ রোগে আক্রান্ত ছিলেন মোতাহার হোসেন। কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।

[৩] অপর ব্যক্তির নাম আলী। তিনি কুইন্সের উডসাইডের বাসিন্দা। তার সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায়নি। ষাটের নীচে তার বয়স এবং অন্যান্য জটিল রোগেও ভুছিলেন তনিি এটুকুই জানা গেছে। তার পরিবারের সাথে অল্প বিস্তর পরিচিত একজন জানিয়েছেন মৃতের পরিবার জানাতে চান না তিনি করোনায় মারা গেছেন, কারন তাদের ভয় তাহলে তার স্বাভাবিক জানাজা সম্পন্ন করতে পারবেন না।[৪] ভার্জিনিয়া স্টেটেও এক বাংলাদেশী নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। তার ডাক নাম লোপা। তার সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

[৫] এখন নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে রীতিমত আতঙ্ক সৃষ্টি করেছে। অসংখ্য বাংলাদেশীর এই ভাইরাসে আক্রান্ত হবার খবর লোকমুখে শোনা গেলেও ঠিক কতজন বাংলাদেশী এতে আক্রান্ত হয়েছেন তার সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। এর কারন হচ্ছে যারা আক্রান্ত হচ্ছেন তাদের পরিবার বিষয়টি লুকিয়ে রাখতে চাচ্ছেন। তারা জানতে দিচ্ছেন না যে তাদের পরিবারের কেউ এতে আক্রান্ত হয়েছেন। আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে কোন কোন ব্যক্তির আক্রান্ত হবার খবর জানা যাচ্ছে।

[৬] এমনভাবেই জানা গেছে যে, কুইন্সের বাঙ্গালী অধ্যুষিত উডসাইডে একটি পরিবারের চারজনকে স্বাস্থ্যকর্মীরা উঠিয়ে নিয়ে গেছে তাদের দেহে করোনা বাইরাসের অস্তিত্ব পাবার কারনে। একই রকম ঘটনা ঘটেছে কুইন্সের সাটফিনেও। এখানেও একই পরিবারের তিনজনকে স্বাস্থ্যকর্মীরা উঠিয়ে নিয়ে গেছেন এবং পরিজনকে তাদের সাথে আর যোগাযোগ করতে নিষেধ করে গেছেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়