শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৫:০২ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়া থেকে ফিরেই হোম কোয়ারান্টাইনে সাদমান ও মৃত্যুঞ্জয়

নিজস্ব প্রতিবেদক : [২] ইউরোপে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই বিদেশ ফেরত কেউ বাংলাদেশে এসেই কোয়ারান্টাইনে থাকার নির্দেশ রয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে অস্ত্রোপচার শেষ করে দেশে ফিরেই কোয়ারান্টাইনে আছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাদমান ইসলাম ও অনূর্ধ্ব-১৯ দলের মৃত্যুঞ্জয় চৌধুরী। তাদের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরীও।

[৩] দেশে ফিরে সরকারের নির্দেশনা মোতাবেক স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন তারা। এ প্রসঙ্গে দেবাশিষ চৌধুরী বলেন, ‘আমরা দু’দিন হলো অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছি। আমার সঙ্গে অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছে অনিক ও মৃত্যুঞ্জয়ও। এখন তিনজনই হোম কোয়ারেন্টাইনে আছি। সরকারের এটি নির্দেশ। আমাদের মানতেই হবে। আমরা যদি না মানি অন্যদের জন্য এটি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা বিদেশ থেকে যারা আসবে সবারই উচিত। নিজে যেন ভুল করে অন্যের জন্য বিপদ না হয় এটাই ভাবতে হবে। করোনা নিয়ে কোন ঝুঁকি নেয়া যাবে না।’

[৪] গত জানুয়ারিতে রিস্ট ইঞ্জুরিতে পড়েছিলেন সাদমান। যার জন্য খেলতে পারেননি পাকিস্তান ও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ। একই সাথে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ খেলার সময়ই কাঁধের চোটে ছিটকে যেতে হয় মৃত্যুঞ্জয়কে। শেষপর্যন্ত চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিশিষ্ট শল্যবিদের অধীনে অস্ত্রোপচার হয় তাদের।

[৫] এই দুই ক্রিকেটারের মাঠে ফিরতে অন্তত ৩ মাস অপেক্ষা করতে হবে জানিয়ে দেবাশিষ চৌধুরী বলেন, ‘ওরা দু’জন (সাদমান-মৃত্যুঞ্জয়) ভালো আছে। মাঠে ফেরার বিষয়টা এখন বলা কঠিন। তবে তিন মাস লাগবেই। বেশিও লাগতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়