ওবায়দুল হক, আমিরাত প্রতিনিধি : [২] বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইগামী ফ্লাইট আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছে।
[৩] বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত যেহেতু ঢাকার সঙ্গে আকাশ যোগাযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই বিমানের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে।
[৪] আবুধাবি ও দুবাই রুটে বিমানের ফ্লাইট স্থগিত হওয়ায় এখন পর্যন্ত বিমানের ১৭টি রুটের মধ্যে ১৩টি বন্ধ হয়ে গেল। উল্লেখ্য, আবুধাবি ও দুবাইয়ে বিমান সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে। সম্পাদনা: জেরিন আহমেদ