মিরাজুল মারুফ : [২] সোমবার একটি টেলিভিশন অনুষ্ঠানে সুচি বলেন চীনের সাথে তার দেশের ১৪শত মাইল সীমান্ত থাকা সত্ত্বেও তারা করোনা ভাইরাস মুক্ত। চীনে ৮০হাজার ৮শর বেশি করোনা ভাইরাস রোগী রয়েছে। ভারতে ১৩৭ জন করোনা রোগী আছে এবং বাংলাদেশে ৫ জন ও থাইল্যান্ডে আছে ১১৪ জন।ইয়ন,দি গার্ডিয়ান,এমএসএন ডট কম
[৩] মিয়ানমার সরকারের একজন মুখপাত্র বলেন, তাদের দৈনন্দিন জীবন ও খাদ্যাভ্যাস থেকে এটি সম্ভব হয়েছে।
[৪] আরেকজন মুখপাত্র য’তে জানায়, লেনদেনের ক্ষেত্রে ক্রেডিট কার্ডের বদলে নগদে লেনদেন করলেও করোনাভাইরাস ছড়ানোর একটি কারণ।এশিয়ার হিউম্যান রাইট্স ওয়াচের সহকারি পরিচালক ফিল রবার্টসন বলেন,এরকম বক্তব্য ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
[৫] মিয়ানমারে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত কোয়ারেন্টাইনে আছে তাদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল এখনও আসেনি ।