সমীরণ রায়: [২] ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ১৮ দফা নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরও বলেন, রাস্তা প্রশস্ত করার চেষ্টা করবো। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর গ্রহণ করা জিরো টলারেন্স নীতি অটুট রাখবো। নিউমার্কেটের ঐতিহ্য অক্ষুন্ন রেখে আধুনিকায়ন করতে চেষ্টা করব। ঢাকার ক্লাব, বিনোদনের জন্য পার্কের চারপাশ, ওয়াকওয়ে নির্মাণ ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আরও আধুনিকায়ন করা হবে। কাঁঠালবাগান, হাজারীবাগসহ যেসকল এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় তা নিরসনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করব। জিগাতলা থেকে হাজারীবাগ হেয়ে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা প্রশস্থ করব আমাকে নির্বাচিত করলে। একই সঙ্গে এগুলো প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে সর্বোচ্চ চেষ্টা করবো।
[৩] তিনি বলেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের পাশাপাশি ডিজিটাল ক্লাসরুম এবং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টির চেষ্টা করবো। অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু করবো।
[৪] তিনি আরও বলেন, এলাকার প্রতিটি স্থানে নিরাপদ স্বাস্থ্য সেবা যাতে নিশ্চিত হয় সেজন্য সরকারি হাসপাতালগুলোর আধুনিকায়নের পাশাপাশি আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ১০০ শয্যায় উন্নীত করতে উদ্যোগ গ্রহণ করব। সড়ক দুর্ঘটনা রোধে রাস্তা পারাপার অত্যাধুনিক ফুটওভারব্রিজ বাস্তবায়নে সচেষ্ট থাকব।
[৫] বুধবার ধানমন্ডিতে "দশে মিলে গড়বো ঢাকার গর্ব" এই স্লোগান নিয়ে শফিউল ইসলাম মহিউদ্দিনের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
[৬] এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।