মহসীন কবির ও এস এম নূর মোহাম্মদ : [২] হোম কোয়ারান্টাইন সংশ্লিষ্ট বাড়িগুলোর সামনে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড ঝোলানোর পদক্ষেপ গ্রহণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
[৩] বুধবার (১৮ মার্চ) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম এ নোটিশ পাঠান।
[৪] স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব মো. আসাদুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনন্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে এ নোটি পাঠানো হয়।
[৫] নোটিশে বলা হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি কোভিড-১৯ ভাইরাসের প্রভাব এখন দেশেও। করোনায় আক্রান্ত হওয়া ১০ জনের ভেতর বেশিরভাগ বিদেশ ফেরত এবং বাকিরা তাদের দ্বারা সংক্রমিত। পরিস্থিতি বিবেচনায় এটা প্রতীয়মান যে, আমাদের দেশে বিদেশ ফেরত প্রবাসীরাই মূলত কোভিড-১৯ (করোনা) আক্রান্ত এবং তাদের মাধ্যমে বাকীরা আক্রান্ত হচ্ছে।
[৬] নোটিশে আরও বলা হয়েছে, পত্র-পত্রিকা মারফত জানা যাচ্ছে যে, আমাদের দেশে হোম কোয়ারেন্টিনের নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে না। এখানে রোগী যেমন হোম কোয়ারেন্টাইনের কোনো নিয়ম তোয়াক্কা করছে না, তেমনি সরকারের পক্ষ থেকে কাগজে-কলমে হোম কোয়ারেন্টাইনের কথা বললেও বাস্তবে এর কোনো সঠিক তদারকি দেখা যাচ্ছে না।
[৭] এরূপ পরিস্থিতিতে, হোম কোয়ারেন্টিনের বিষয়টি যদি সঠিকভাবে তদারকি না করা হয়, তাহলে করোনা ভাইরাসটি সারাদেশে ছড়িয়ে যাওয়ার গভীর আশংঙ্কা রয়েছে। যার ফলাফল হবে আমাদের মত ঘনবসতিপূর্ণ দেশের জন্য ভয়াবহ। এক্ষেত্রে, হোম কোয়ারেন্টাইনের সঠিক তদারকির পাশাপাশি সরকারকে উপযুক্ত হারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে।