অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি : [২]আজ (১৭ মার্চ ২০২০-মঙ্গলবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে মুজিব মঞ্চ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু, পুরনো ঢাকা ও জগন্নাথ’ শিরোনামে বিশেষ বার্তার মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
[৩]এসময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, দপ্তরের পরিচালক, প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক, কর্মকর্তা সমিতি সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকা ,কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।