শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভূঞাপুরে স্কুল ছাত্রীকে গণধর্ষণ; থানায় মামলা; আটক ২

অলক কুমার দাস, টাঙ্গাইল :[২] টাঙ্গাইলের ভূঞাপুরে এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে মেয়ের বাবা। আর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক স্কুল ছাত্র ও এক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পলশিয়া গ্রামের আ. হামিদের ছেলে কিশোর রানা বাবু (১৬) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে ট্রাক চালক জাকারিয়া (২০)।

[৪] এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম বলেন, ঘটনার মূল অভিযুক্ত কিশোর রানা বাবু মেয়েটির পূর্ব পরিচিত। ঘটনার শিকার মেয়েটিকে স্কুলে যাতায়াতকালে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিত। এতে রাজী না হওয়ায় গেল ৯ মার্চ রাতে ওই শিক্ষার্থী প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা চারজন ওই শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পাশের একটি গ্রামে নিয়ে জাকারিয়া ও সুজন তাকে ধর্ষণ করে।

গতকাল মেয়েটির বাবা মামলা দায়ের করলে রানা বাবু ও জাকারিয়াকে গ্রেতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার দুইজনকে সোমবার দুপুরে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্যদের গ্রেতারের অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়