শাাহীন খন্দকার : [২] কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে করণীয় সর্ম্পকে রোগতত্ত্ব , রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক জানালেন, নিয়মিত সাবান ও পানিদিয়ে দুই হাত ধোবেন (অন্তত ২০ সেকেন্ড)। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না। ইতোমধ্যে আক্রান্তএমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়েচলুন কাশিশিষ্টাচার মেনেচলুন (হাঁচি/কাশিরসময়বাহু/ টিস্যু/ কাপড়দিয়েনাক-মুখ ঢেকে রাখুন) অসুস্থ’ হলেঘরে থাকুন, বাইরে যাওয়াঅত্যাবশ্যক হলে নাক-মুখঢাকারজন্য মাস্ক ব্যবহারকরুন। কারো সাথে হাত মেলানো (হ্যান্ড শেক), কোলাকুলি থেকে বিরত থাকুন। জরুরি প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং এ সময়ে অন্য দেশ থেকে প্রয়োজন ব্যতীত বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন। অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন:
[৩] অত্যাবশকীয় নয় এমন সব জাতীয়-আন্তর্জাতিক সভা-সমাবেশ-সম্মেলন আয়োজন না করাই ভাল। অতি বয়স্ক, দীর্ঘমেয়াদী অসুস্থ্যতায় (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, অ্যাজমা, কিডনী সমস্যা, ক্যান্সার প্রভৃতি) ভুগছেন এমন ব্যক্তিগণ ভীড় এড়িয়ে চলুন বলে জানালে আইইডিসিআরের পরিচালক সেব্রিনা ফ্লোরা। সেই সাথে হটলাইনে তিনি য়োগাযোগ করতে বললেন।
[৪] এখন থেকে কারও আইইডিসিআরে এসে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার দরকার নেই। আমাদের হটলাইনে ফোন দিলে আমরা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করব। আইইডিসিআরে আর কোন পরীক্ষা হবে না বলেও জানিয়েছেন।
[৫] ১৭টি হটলাইনে সতরোজন ডাক্তার রয়েছে সার্বক্ষনিক । উপস্বর্গ সর্ম্পকে ফোন দিলেই আমাদের হটলাইনে যারা কল রিসিভ করছে তারা সবাই ডাক্তার। তারা বুঝতে পারবে নমুনা নেওয়ার প্রয়োজন আছে কি না। যদি দরকার পরে আমরা সেখানে লোক পাঠাবো।’ চিকিৎসক মীর্জা নাহিদা হোসেন বন্যা জানিয়েছেন, অযথা আতঙ্কিত না হয়ে যেকোনও সাধারণ সাবান দিয়ে বারবার হাত ধোয়া যেতে পারে। তবে শুধু হাতের তালু নয়, কব্জি অবধি ভালোভাবে ধুয়ে নিতে হবে। সংক্রমণ এড়াতে ঘড়ি, আংটি আলমারিতে তুলে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।