আসিফুজ্জামান পৃথিল : [২] করোনা ভাইরাস মোকাবেলায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নেয়া পদক্ষেপের বড় ধরনের প্রভাব পড়েছে বিশ্ব পুঁজিবাজারে। রোববার ফেড সুদেরহার ০.২৫ শতাংশে নামিয়ে আনে। সিএনএন, ফক্স
[৩] পুরো এশিয়া জুড়েই সপ্তাহের প্রথম দিন সোমবার পুঁজিবাজারের নিম্নমুখী প্রবণতা ছিলো লক্ষনীয়। অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক সূচক এদিন ১০ শতাংশ নেমে যায় রেকর্ড অনুযায়ী সূচকটি নিজেদের সবচেয়ে খারাপ দিন পার করেছে।
[৪] ইউরোপের বাজারও ছিলো টালমাটাল। লন্ডনের এফটিএসই ১০০ সূচক দর হারিয়েছে ৭ শতাংশ। আর ফ্রান্সের সিএসি ৪০ এবং জার্মানির ডাক্স সূচক দর হারায় ৯ শতাংশ।
[৫] মার্কিন বাজারগুলোও বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল সূচক দিনের শুরুতেই ১০৪১ পর্য়েট পড়ে যায়। এসঅ্যান্ডপি৫০০ ৪.৮ শতাংশ দর হারিয়েছে। আর নাসডাক হারায় ৪.৫ শতাংশ দর।
[৬] আন্তর্জাতিক সময় সকাল পৌনে ৯টায় ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানী তেল বিক্রি হয়েছে ব্যারেলপ্রতি ২৯.১৩ ডলারে। দর হারিয়েছে ৩.৯০ ডলার বা ১১.৮৪ শতাংশ।
[৭] ব্রেন্ট ক্রুড দর হারিয়েছে ১০ শতাংশ। বিক্রি হচ্ছে ৩০ ডলারে।