শিরোনাম
◈ নির্বাচন সফল না হলে দেশ গণতন্ত্রে ফিরতে পারবে না: আলী রীয়াজ ◈ ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি, রাজধানীর প্রবেশপথে বসবে চেকপোস্ট ◈ নির্বাচন পর্যবেক্ষণ না পাঠালেও পরিস্থিতি জানতে ইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক ◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে ভাতিজীকে ধর্ষণ করেছে চাচা, ধর্ষক চাচা গ্রেপ্তার

মোশায়ারা আক্তার, দাউদকান্দি প্রতিনিধি : [২] কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্ব কাউয়াদি গ্রামে ভয়ভীতি দেখিয়ে আপন ভাতিজীকে ধর্ষণ করেছে জজ মিয়া(৪৫) নামের এক বখাটে যুবক। গত ৬মার্চ শুক্রবার সন্ধ্যায় এ ধর্ষণের ঘটনা ঘটে। উপজেলার পূর্ব কাউয়াদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে জজ মিয়া।

[৩] আজ সোমবার ধর্ষিতার ভাই মো.সাইফুল ইসলাম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনার খবর পেয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ধর্ষক জজ মিয়া(৪৫)কে দাউদকান্দি মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

[৪] ধর্ষিতার ভাই জানান, গত ৬মার্চ শুক্রবার সন্ধ্যায় আমার ছোট বোন নাছরিন আক্তার(১৩)কান্নাকাটি করিলে আমি ও আমার বড় ভাই জিসান কান্নাকাটির কারণ নির্ভয়ে জিজ্ঞাসা করিলে আমার বোন বলে বিগত ৫মাস যাবত চাচা জজ মিয়া ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেছে।সর্বশেষ গত ৬মার্চ শুক্রবার বিকালে চাচী বাড়িতে না থাকায় কৌশলে আমার বোনকে তার বসত ঘরের শয়ন কক্ষে ডেকে নিয়ে পুনরায় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে।

[৫] ধর্ষণের ফলে আমার বোন নাছরিন গর্ভবতী হয়ে পড়ে।এ বিষয়টি জানার পর আমার দাদী ও চাচী সহ পরিবারের সকল সদস্যদের জানালে তাদের সম্মুখে চাচা ধর্ষক জজ মিয়া সত্যতা স্বীকার করেছে।

[৬] দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.রফিকুল ইসলাম বলেন,আজ সোমবার আসামীকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়