চট্টগ্রামে প্রতিনিধি : [২] বিদেশ ফেরত আরও ৮ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, এখন পর্যন্ত মোট ২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে গত চব্বিশ ঘণ্টায় যুক্ত হয়েছে আরও ৮ জন। চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে চব্বিশ ঘণ্টা পর আবারও আপডেট জানানো হবে।
[৩] তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসা ৬ জনকে ফৌজদারহাট বিআইটিআইডি’তে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তাদের নিজ জেলা কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে।
[৪] এর আগে ৮ মার্চ ইতালি থেকে দেশে ফেরা ৭ জনকে এবং ১৪ মার্চ আরও ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ