শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে বিদ্যালয়গুলোতে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি, প্রতিষ্ঠান থেকে নমনীয় আচরণ

শরীফ শাওন : [২] রাজধানীর স্কুলগুলোতে দেখা যায় ৬০ থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীদের অনুপস্থিতি। সন্তানদের নিরাপত্তার স্বার্থে অভিবাকরা তাদের বিদ্যালয়ে যেতে দিচ্ছেন না। প্রতিষ্ঠান থেকেও কোন ধরনের চাপ নেই।

[৩] মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষকরা জানান, স্বাভাবিক সময় ছাত্র-ছাত্রীর অনুপস্থিতির হার ৯৫ শতাংশ। বেতন পরিশোধের নির্ধারিত দিন হওয়ায় আজ তাদের সংখ্যা একটু বেশি। দেখা যায়, প্রতিটি ক্লাসে ৭১ জন করে শিক্ষার্থীর মাঝে উপস্থিত ১৫ থেকে ৩০ জন।

[৪] সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে দেখা যায় ৩০ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত। তবে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে করোনা আতঙ্ক বিরাজ করছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনুপস্থিত ৬০ শতাংশের বেশি। সূত্র: জাগো নিউজ

[৫] শিক্ষার্থী রাহাত বলেন, বাবা-মা নিষেধ করেছেন, তবে সিলেবাস থেকে যেন পিছিয়ে না পড়ি, সে কারণে দু-একদিন পরপর স্কুলে আসি। ভয়ে ভয়ে আসতে হয়, জরুরিভাবে প্রতিষ্ঠানগুলো বন্ধ করা উচিত।

[৬] বেতন দিতে আসা অভিভাবকরা বলেন, নিরাপত্তার স্বার্থেই এক সপ্তাহ থেকে স্কুলে আসতে দিচ্ছি না। বিশ্বজুড়ে করোনার মহামারি এখন আমাদের দেশেও এসেছে।

[৭] তারা বলেন, সরকার এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখেছে। সন্তানরা করোনায় আক্রান্ত হলে তার দায়ভার কে নেবে? তাই নিজ থেকেই বিদ্যালয়ে আসতে দিচ্ছি না।

[৮] শিক্ষকরা জানান, বাংলাদেশে করেনা ভাইরাসে আক্রান্তের সংবাদ প্রকাশের পর থেকেই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর উপস্থিতি কমে গেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের উপস্থিতি বাড়াতে বাধ্য করা হচ্ছে না।

[৯] মাউশির পরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি না হওয়ায় এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে সর্তকতা ও সংক্রমণ এড়াতে প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন নির্দেশনা জারি করেছি।

[১০] গোলাম ফারুক বলেন, স্কুলে না পাঠানোর স্বাধীনতা অভিভাবকদের রয়েছে। তবে অনুপস্থিতির কারণে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ার বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

[১১] তিনি বলেন, নিয়মিত বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছি, পরিস্থিতি খারাপ হলে, আলোচনা করে সকল স্কুল-কলেজ বন্ধের ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়