স্পোর্টস ডেস্ক : [২] ৩০০ মিলিয়ন ইউরো কমে যে নেইমারকে ছাড়তে একচুলও রাজি ছিলো ফরাসি ক্লাব পিএসজি, সেই তারাই এখন নেইমারের মূল্য তালিকা দিয়েছে ১৫০ মিলিয়ন ইউরো। আগামী গ্রীষ্মকালীন দলবদলের জন্য নেইমারের এই মূল্য নির্ধারণ করেছে প্যারিস সেইন্ট জার্মেই।
[৩] আজ রোববার ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো এ ঘোষণা দিয়েছেন। গত মৌসুমে বার্সেলোনার কাছে ৩০০ মিলিয়ন ইউরোর বেশি অর্থ দাবি করেছিল পিএসজি। ২০১৭ সালের গ্রীষ্মের দল বদলে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে তাকে কিনেছিল ক্লাবটি। সেক্ষেত্রে ৭২ মিলিয়ন কম অর্থের বিনিময়েই এবার তাকে ছাড়তে হচ্ছে। খবর : ডেইলি স্টার।
[৪] মূলত ফিফার নিয়মে আটকে গেছে পিএসজি। কারণ ফিফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের দলবদলের ক্ষেত্রে ‘প্রোটেক্টেড পিরিয়ড’ বলে একটি ধারা রয়েছে। ‘প্রোটেক্টেড পিরিয়ড’ হলো কোনো খেলোয়াড়কে কেনার পর যদি তিন বছরের মধ্যে ওই চুক্তি আবার নবায়ন না করা হয়, তাহলে ওই ক্লাবকে একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিয়ে দলবদল করতে পারবেন সে খেলোয়াড়। সেক্ষেত্রে এবার চাইলেও উচ্চ মূল্য হাঁকাতে পারত না পিএসজি।
[৫] সমস্যা ছিল আরও। নেইমারকে আটকাতে গেলে হারাতে হতে পারে এমবাপেকেও। কারণ পিএসজির সঙ্গে চুক্তিতে স্পষ্ট করে লেখা রয়েছে, ক্লাবের সর্বোচ্চ বেতনের অধিকারী হবেন নেইমার। বেতন-বোনাসসহ সবমিলিয়ে বছরে প্রায় ৩৭ মিলিয়ন ইউরো নেন তিনি। অন্যদিকে, এমবাপে পান সাড়ে ১৭ মিলিয়ন ইউরো।