শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁর ধামইরহাটে লাইসেন্স ও ছাড়পত্রবিহীন ইটভাটায় অবাধে চলছে কাঠ পুড়ানো

নওগাঁ প্রতিনিধি: [২] নওগাঁর ধামহারহাটে নিয়ম বর্হিভ‚ত ভাবে ইটভাটায় জ্বালানি কাজে পুড়ানো হচ্ছে কাঠ। স্থানীয় উপজেলা প্রশাসনকে ম্যানজ করেই লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটাগুলো চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া কয়েকটি ভাটার চিমনির (স্থানী) মেয়াদ অনেক আগেই শেষ হলেও ঝুঁকির মধ্য দিয়েই ইট পোড়ানো হচ্ছে।

[৩] নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের ব্যবসা ও বাণিজ্য শাখা সুত্রে জানা যায়, জেলায় মোট ইটভাটা রয়েছে ১৬৫ টি। এরমধ্যে ধামইরহাট উপজেলায় রয়েছে ১৪টি। জেলায় ইটভাটার মোট লাইসেন্স রয়েছে ১৪টি। তবে পরিবেশ অধিদপ্তর থেকে কয়টি ভাটার ছাড়পত্র দেয়া হয়েছে নতুন অফিস হওয়ায় তা জানে না নওগাঁ পরিবেশ অধিদপ্তর। অবৈধভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নিবার্হী অফিসারদের বেশ কয়েকবার চিঠি দেয়া হয়েছে।

[৪] ধামহারহাটে ইটভাটাগুলোর নেই কোন লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। অবৈধভাবে গড়ে উঠা বড়শিবপুর (ইক্ষু সেন্টার) মেসার্স টিএম ব্রিকস এর পাশে ধান ও গমের ক্ষেত রয়েছে। জাহানপুর গ্রামে মেসার্স এলএসকে ব্রিকসের আধাকিলোমিটার দুরে দুইটি স্কুল রয়েছে। নানাইচ (শল্পী বাজার) মেসার্স এমবিএম ব্রিকস চিমনির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এসব ইটভাটায় দেদারছে কাঠ পোড়ানো হচ্ছে। এছাড়া অন্যান্য ভাটাগুলোর চিত্র একইরম। যেন দেখার কেউ নেই। ইট তৈরীর কাজে ব্যবহৃত মাটি নেয়া হচ্ছে ফসলি জমি থেকে। জমির উপরের অংশের মাটি কেটে নেয়ায় উর্বরতা হারাচ্ছে। অবৈধভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নিবার্হী অফিসারকে বেশ কয়েকবার চিঠি দেয়া হলেও কোন পদক্ষে গ্রহন করা হয়নি বলেও অভিযোগ রয়েছে।

[৫] উপজেলার নানাইচ গ্রামের হামিদুল ইসলাম, মোজাহার আলী ও মোফাজ্জল হোসেন বলেন, ইটভাটার কালো ধোয়া ঘরবাড়ি ও গাছে পড়ে। গত কয়েক বছর ধরে ফলের গাছগুলোতে ভাটার ধুলা-বালির স্তুপ পড়ায় ফুল আসা কমে গেছে। এতে করে ফলের পরিমাণও কমেছে। ফসলির জমির মাটি অবাধে ইটভাটায় নেয়ার হলে জমি উর্বরতা হারাচ্ছে।

[৬] নানাইচ গ্রামের মেসার্স এমএনটি ব্রিকসের ম্যানেজার নজরুল ইসলাম বলেন, ২০০৪ সালে চিমনি (স্থায়ী) তৈরী করা হয়েছিল। গত ২০১৪ সালে চিমনির মেয়াদ শেষ হয়ে গেছে। চিমনি পরীক্ষা করা হয়েছে, কোন সমস্যা নাই। দিনে প্রায় ১৫মনের মতো ভাটায় খড়ি পুড়ানো হচ্ছে। ইউএনও স্যার মাঝেমাঝে রাস্তা দিয়ে আসা-যাওয়া করেন। ভাটাতে এখনো কোনো ধরনের অভিযান চালানো হয়নি।।
ধামইরহাট উপজেলা ইট-ভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: নুরুল ইসলাম বলেন, উপজেলায় ১৪টি ইটভাটা আছে। গত চারবছর আগে হাইকোর্টে রীট করে ভাটা পরিচালনার করার অনুমোতি নিয়েছি। কোন লাইসেন্স বা পরিবেশের ছাড়পত্র নাই। খড়ি পুড়ানোর কোন বিষয় এবং চিমনির (স্থানী) মেয়াদ যে শেষ হয়েছে তা আমার জানা নেই।

[৭] ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গনপতি রায় বলেন, সরকারের পরিকল্পনা রয়েছে পরিবেশ বান্ধব ইটভাটার নিয়ে। ইটভাটার কারণে ফসলি জমির টপসয়েল নষ্ট হয়ে উর্বরতা হারাচ্ছে। পরিবেশ অধিদপ্তর থেকে শিগগিরই ভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে। তারপরও যদি কোন ইটভাটা পরিবেশের জন্য হুমকি স্বরুপ হয়ে থাকে তাহলে তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কাঠ পুড়ানো নিয়ে কোন ভাটার বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি।

[৮] নওগাঁ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মকবুল হোসেন বলেন, আমাদের জনবল সংখ্যা কম থাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হয়না। তারপর জেলার মান্দায় চারটি ইটভাটায় অভিযান চালিয়ে তিনটির ৬লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একটির ইট পানি দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়