ওবায়দুল হক, আমিরাত প্রতিনিধি : [২] সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ে বিভিন্ন দেশের উল্লেখযোগ্য স্থাপনা দ্বারা নির্মিত গ্লোবাল ভিলেজ চলতে সেশনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার গ্লোবাল ভিলিজের নিজেদের অফিসিয়াল টুইটার থেকে এই তথ্য জানায়।
[৩] গ্লোবাল ভিলেজ দুবাইয়ের অন্যতম একটি ব্যবসায়িক কেন্দ্র এবং পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান। এখানে বিশ্বের অধিকাংশ দেশের বিশেষ স্টলের মাধ্যমে পণ্যের পরিচিতি এবং বিক্রয় চলে। নামের সঙ্গে মিল রেখে গ্লোবাল ভিলেজে তথ্যপ্রযুক্তির ব্যবহার চমকপ্রদ।
[৪] এবারের এই আসরটি আগামী মাসের ৪ তারিখ পর্যন্ত চালু থাকার কথা থাকলেও মহামারি কোরনাইরাস (কোভিড -১৯) প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসাবে এই পদক্ষেপটি নেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ