শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের প্রভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি হুমকির মুখে, পরিবারের খরচ মেটাতে হিমশিম খাবে ৪০ শতাংশ নাগরিক

সাইফুর রহমান : [২] কোভিড-১৯ সঙ্কটে দেশটিতে জরুরি অবস্থা জারি হওয়ায় এর অর্থনীতিও সঙ্কটের মুখে পড়বে বলে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের জরিপে বলা হয়, এর প্রভাবে জরুরি প্রয়োজনে মাসে অন্তত ৪০০ মার্কিন ডলার ব্যয়ে অসমর্থ ৪০ শতাংশ বাসিন্দাই বিব্রতকর অবস্থায় পড়বেন। এবিসি নিউজ, ইয়ন, সিএনএন

[৩] যাদের ২৭ শতাংশ ধারদেনা কিংবা কিছু বিক্রির মাধ্যমে সাময়িক প্রয়োজন মেটাতে কিছুটা সক্ষম হলেও ১২ শতাংশ একেবারেই অক্ষম।
[৪] শুক্রবার মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি জানান, চলমান সঙ্কট মোকাবেলায় ক্ষতিগ্রস্ত নাগরিকদের ত্রাণ সহায়তা দিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তি করেছে ডেমোক্রেটরা। এতে অন্তর্ভূক্ত রয়েছে জরুরি স্বাস্থ্য পরীক্ষা, বেতনসহ ছুটি, আপদকালীন পারিবারিক ছুটিসহ আনএমপ্লয়মেন্ট ইন্সুরেন্সের মতো বিষয়গুলো।
[৫] কোভিড-১৯ সঙ্কটে পার্লামেন্টে ‘ফ্যামিলি ফার্ষ্ট করোনাভাইরাস রেসপন্স’ নামে একটি আইন পাস করার বিষয়েও তারা সমঝোতায় পৌঁছেছেন বলে জানান পেলোসি। এর আওতায় তারা দরিদ্রদের জন্য খাদ্য, জরুরি স্বাস্থ্যসেবা, স্কুল শিক্ষার্থীদের বিনা খরচে খাদ্য সরবরাহ করতে সক্ষম হবেন বলেও জানান তিনি।
[৬] উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৫১৩ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন অর্ধশত মানুষ। এছাড়া বিশ্বের ১৪৫টি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতি এই ভাইরাসে ১ লাখ ৪৫ হাজার ৬৩৮ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৪২৩ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়