শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের জং পত্রিকার প্রধান সম্পাদক শাকিলুর রহমান গ্রেপ্তার, ১২ দিনের রিমান্ডে

সালেহ্ বিপ্লব : [২] তিরিশ বছরেরও বেশি সময় আগে সরকারি জমি দখল করার অভিযোগ দেশটির প্রচণ্ড প্রভাবশালী মিডিয়া হাউস জং গ্রুপের প্রধান সম্পাদকের এই বন্দিদশা। বিবিসি, ডন, পাকিস্তান টুডে

[৩] শাকিলুর রহমান যাচ্ছিলেন করাচী থেকে লাহোর। তাকে লাহোর টোল প্লাজা থেকে আটক করে পুলিশ। কোনও কোনও গণমাধ্যম লিখেছে, শাকিলের গাড়িতে করোনাভাইরাসপূর্ণ একটি ব্রিফকেস ছিলো। [৪] জং গ্রুপের বেশ কয়েকটি পত্রিকা পাকিস্তানে বহুল প্রচারিত, জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের জিও টেলিভিশন নেটওয়ার্কও এই গ্রুপের মালিকানাধীন। এই প্রতিষ্ঠানটি পাকিস্তানের সবচেয়ে বড়ো মিডিয়া গ্রুপ।

[৫] গতকাল শুক্রবার পাকিস্তানের ‘মিডিয়া মোঘল’ শাকিলুর রহমানকে আদালতে হাজির করা হয়। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশের আবেদনে আদালত ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।

[৬] অভিযোগ, ১৯৮৬ সালে লাহারে বেশকিছু জমি ক্রয়ের সুবাদে মামলার উৎপত্তি। পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) বলেছেন, নওয়াজ শরীফ পাঞ্চাবের মুখ্যমন্ত্রী থাকাকালে শাকিলুর রহমানকে নির্দেশ দেন সরকারের বেশি কিছু জমিজমা দখলের।

[৭] দৈনিক জং পত্রিকা এনএনবির বরাতে লিখেছে, শাকিলুর রহমান লাহোর ডেভেলপমেন্ট অথরিটির নীতিমালা অনুযায়ী, ৪ একরের একটি জমি পাওয়ার যোগ্য ছিলেন। তিনি তিনি দখল করে নেন ১৩ একরের বেশি।

[৮] এনএবি বলছে, এই বেআইনী কাজটি তিনি করেছেন রাজনৈতিক যোগাযোগে ঘুষ প্রদান করে। কিন্তু সাংবাদিক রহমানের দাবি, তিনি অতিরিক্ত ৯ একর জমি পুরোপুরি আইন মেনে এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন। আর জমির মালিকানার দলিল তার কাছে আছে।

[৯] শাকিলুর রহমান আরও বলেন, এই কেনাকাটা একটি দেওয়ানী প্রক্রিয়া। এনএবির মতো অপরাধরোধী সংস্থার কাছে এ বিষয়ে কোনও অভিযোগ যাওয়া যুক্তিযুক্ত নয়।

[১০] এডিটর ইন চিফকে প্রশাসনের এই হেনস্তায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো। পাকিস্তানের মানবাধিকার কমিশন (এইচআরসিপি) সাংবাদিক শাকিলুর রহমানের গ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

[১১] শাকিলুর রহমানের মেয়ে অনামিতা বলেছেন, এই মামলা ও গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি, এমনকি এনএনবি’র আইনের ও পরিপন্থী। এটি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আন্দোলন। আজ শাকিলুর রহমান গ্রেপ্তার, কাল আমিও হতে পারি।

[১২] পাকিস্তানের ব্রডকাস্টার এসোসিয়েশন এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেছে, পুরো বিষয়টাই হয়রানির উদ্দেশ্যে করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়