শিরোনাম
◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশি মালিককে মারধর করে স্বর্ণ নিয়ে পালাল ৪ ভারতীয়

বাংলাদেশ প্রতিদিন :[২]সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশি মালিকানাধীন একটি স্বর্ণের ওয়ার্কশপের মালিককে বেধড়ক মারধর করে চার কেজি স্বর্ণের বিস্কুট নিয়ে পালিয়েছে চার ভারতীয় নাগরিক।

[৩]জানা যায়, গত শুক্রবার ৫৭ বছর বয়সী ওই বাংলাদেশিকে মারধর করে স্বর্ণের ওয়ার্কশপের চার কর্মচারী। তারা লকার থেকে নিজ নিজ পাসপোর্ট ছিনিয়ে স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।

[৪]ওয়ার্কশপ মালিকের ছেলে শিশির কুমার দাস গণমাধ্যমকে বলেন, গত শুক্রবার আমার দেশে যাওয়ার কথা ছিল। বাবাকে ওয়ার্কশপ থেকে আনতে গিয়ে দেখি বাবা নেই। পাশে কর্মচারীদের বাসায় গিয়েও তাদের পাওয়া যায়নি। বাসায় এসেও না পেয়ে রাতে স্থানীয় পুলিশ স্টেশনে নিখোঁজ হিসেবে মামলা করি। পুলিশ এসে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাবাকে আহত অবস্থায় ওয়ার্কশপের ভেতর থেকে উদ্ধার করে।

[৫]স্থানীয় প্রশাসনের ভাষ্যমতে, ওয়ার্কশপের সিসিটিভি ফুটেজে দেখা যায়- তিনজন কর্মচারী ভেতরে ঢুকে মালিককে বেধড়ক মারধর করে এবং একজন বাইরে পাহারা দেয়। চার ভারতীয় কর্মচারী স্বর্ণ ছিনতাইয়ের এক ঘণ্টার মধ্যেই দুবাই ত্যাগ করে। এটা পূর্বপরিকল্পিত চুরি। দ্রুত সময়ে অপরাধীদের ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে এবং স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়