মশিউর অর্ণব: [২] প্রাণঘাতী এই ভাইরাসে বাংলাদেশের প্রতিবেশী দেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটিই প্রথম মৃত্যু। ইন্ডিয়া টাইমস, দ্যা হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া
[৩] বৃহস্পতিবার ৭৬ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুর কথা জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
[৪] কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী জানান, ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ওই ব্যক্তি ভারতে ফেরেন।
[৫] এরপর হায়দরাবাদ বিমানবন্দরে স্বাস্থ্যপরীক্ষার সময় তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ শনাক্ত হয়নি।
[৬] শ্বাসকষ্টজনিত রোগে ৫ মার্চ কালবুর্গির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
[৭] ওই ব্যক্তি যে নভেল করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন, তা পরীক্ষার পর বৃহস্পতিবার নিশ্চিত হওয়া যায়।
[৮] কর্নাটকের স্বাস্থ্য কর্মকর্তা সুরেশ শাস্ত্রী জানান, ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন, তাদেরও দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
[৯] মৃত বৃদ্ধকে নিয়ে কর্নাটক রাজ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।