আসিফুজ্জামান পৃথিল : [২] শুক্রবার মার্কিন অপরিশোধিত জ্বালানি তেলের দর ৬ শতাংশ কমে বিক্রি হয় ৩১ ডলার প্রতি ব্যারেলে। আর ব্রেন্ট ক্রুডের দর দাঁড়ায় ৩০.০২ ডলার। সিএনএন, ব্লুমবার্গ
[৩] এক সপ্তাহেই জ্বালানি তেলের দর কমেছে ২৭ শতাংশ। বিভিন্ন দেশে চলমান ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তেলের দর নিশ্চিতভাবেই আরও কমবে।
[৪] বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ পরিস্থিতি এরকম চলতে থাকলে ব্যারেলপ্রতি তেলের দর ২০ ডলারের নিচে নেমে আসতে পারে।
[৫] এর আগে শুধুমাত্র ২৯৯১ সালে ইরাক কুয়েত দখল করে নিলে অপরিশোধিত জ্বালানির দর ৩০ ডলারে নেমে এসেছিলো। এরপরের ২৯ বছরে এরকম ঘটনা আর ঘটেনি।
[৬] রাশিয়া গত সপ্তাহে ওপেকের প্রস্তাব প্রত্যাখান করে জানায়, তারা কোনওভাবেই তেলের উৎপাদন কমাবে না। ফলে সৌদিআরবও তেলের উৎপাদন বাড়িয়ে দর তলানিতে নামিয়ে আনে।
[৭] তেলের এই দূরাবস্তার পরেও তা বিনিয়োগ আকর্ষণ করতে পারছে না। বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা নিজেদের সম্পদকে অলস অর্থে পরিণত করছেন।