ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ প্রতিনিধি: [২] গত ৫ দিন পূর্বে গোপনে বাল্যবিয়ে দিয়েও রক্ষা পেলোনা বর কনে পক্ষ। আজ শুক্রবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়পক্ষকে জরিমানার আওতায় আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ কালীগঞ্জের মালিয়াট ইউনিয়নের বেথুলী দাসপাড়ায়। আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার।
[৫] নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ভুপালী সরকার জানান, গত ৫ দিন পূর্বে গোপনে উপজেলার বেথুলী দাসপাড়ার বিপুল দাসের ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সাথে একই উপজেলার ফুলবাড়ি গ্রামের স্বরজিত দাসের ছেলে সাগর দাসের বিয়ে দেন অভিভাবকেরা।
[৪] আ্ইনকে তোয়াক্কা না করে উভয়পক্ষ কনের বাবার বাড়ি বেথুলী গ্রামে অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৩ টার দিকে ঘটনাস্থলে পৌছান।
[৫] এরপর উভয় পক্ষকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝান। পরে বরের বাবাকে ২০ হাজার টাকা এবং কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে উভয়কে ১৫ দিনের জেল ঘোষনা করা হয়। সাথে সাথে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বর ও কনেকে পৃথক রাখার ব্যাপারে অভিভাবকদের অঙ্গিকার করানো হয়। সম্পাদনা: জেরিন আহমেদ