বিনোদন ডেস্ক: [২] লাক্স তারকা ও ছোট পর্দার জনপ্রিয় মুখ আজমেরী হক বাঁধন দীর্ঘদিন ধরে একা হাতে বড় করছেন কন্যা সায়েরাকে। এখন সায়েরার বয়স ১০ ছুঁইছুঁই। ৮ মাস বয়স থেকেই মেয়েকে নিয়ে শুটিংয়ে যেতেন। আড়াই বছর পর্যন্ত বুকের দুধ খাইয়েছেন।
[৩] বাঁধন জানান, ইন্ডাস্ট্রির ভেতরের মানুষ তো বটেই, তাঁর মনোবিজ্ঞানী পর্যন্ত তাঁকে বলেছেন, ‘এই যে বাচ্চা নিয়ে শুটিংয়ে যান, ব্রেস্ট ফিডিং করান, ক্যারিয়ারের ক্ষতি হয় না?’ বাঁধন জানান, সমাজ ভাবে, বাচ্চার সমস্ত দায়িত্ব মায়ের। আবার পেশাগত কাজ, পারিবারিক দায়িত্ব, রান্না—সেখানেও কোনো ছাড় নেই। আর নেই পর্যাপ্ত ও মানসম্মত ডে-কেয়ার।
[৪] বাঁধনের ভাষায়, ‘দশটা হাত নেই আমার, দেবী হতে চাই না আমি। নারী দেবী নয়, সে মানুষ।’ সন্তানকে বড় করার ক্ষেত্রে তার বাবা, আত্মীয়স্বজন ও সমাজের অন্যরাও যেন দায়িত্ব ভাগাভাগি করে নেন, এটিই তাঁর দাবি।
[৫] নারীদের কাজ করার জন্য বিনোদনজগৎ কতটা বৈষম্যহীন ও নিরাপদ? এই প্রশ্নের উত্তরে বাঁধন বলেন, ‘সমাজ নারীদের জন্য নিরাপদ নয়। একটা মেয়েশিশু প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা পায় না। আমাদের ইন্ডাস্ট্রি তো সমাজের বাইরে নয়। তাহলে সেটা কীভাবে ঠিকঠাক থাকবে?’
[৬] বাঁধন আরও জানান, কেবল ইন্ডাস্ট্রিতে নয়, স্কুল, মেডিকেল কলেজ থেকে শুরু করে বিচ্ছেদের পর সাবেক স্বামীর সঙ্গে যেসব জায়গায় গেছেন, সবখানেই যৌন হয়রানি, বাজে প্রস্তাব বা কটুকথা শুনতে হয়েছে।
নারীদের উদ্দেশে এই তারকা নারী বলেন, ‘আপনার স্বামী, সন্তান বা ভাই অপরাধী হলে তাঁর পক্ষ নেওয়া বন্ধ করুন। সাহসী আর শক্তিশালী হোন।’