মাহবুব মোর্শেদ: আমাদের সলিমুল্লাহ খান, ফারুক ওয়াসিফ, অরূপ রাহী, জোনায়েদ সাকীসহ প্রিয় লোকেরা শাহবাগে গিয়ে যখন জয় বাংলা বলে স্লোগান দিয়ে বিশাল ক্রেডিট নিয়ে বললেন জয় বাংলা এখন শুধু আওয়ামী লীগের স্লোগান নয়, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের আওয়াজ। তখন আমরা বলেছিলাম শুধু জয় বাংলা বললে তো হবে না।
এটা অর্ধেক স্লোগান। জয় বাংলা বললে আপনাদের জয় বঙ্গবন্ধু বলতে হবে। স্লোগানের হক পূরণ করতে হবে। হাইকোর্ট এখন কেন বামপন্থীদের মতো অর্ধেক স্লোগানের পক্ষে রায় দিলো বুঝলাম না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এটাই পুরো স্লোগান। পুরো স্লোগানের হক রক্ষায় আপিল করা উচিত, আওয়ামী লীগের।