শিরোনাম
◈ গাজা থেকে সিডনি; যখন ইসরায়েল বিশ্বের ইহুদিদের জীবন কেড়ে নেয়! ◈ বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে কী ঘটেছিলো ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর  ◈ ১৯৭১-এর বিজয় স্মরণে মোদির পোস্ট, বাংলাদেশের নাম না থাকায় প্রশ্ন ◈ বিভাজন ও হিংসা ভুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার: তারেক রহমান ◈ হাদি হত্যা চেষ্টা: ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কে এই দাঁতভাঙা কবির? ◈ আজ থে‌কে ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা  ◈ আয়ের সঙ্গে ব্যয় মিলাতে পারছেন না সাধারণ মানুষ ◈ মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য মূল্যায়ন থেকে বঞ্চিত করা হয়েছে: জামায়াত আমির ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯ বছর আগে আজকের দিনে আঘাত হেনেছিলো ইতিহাসের ভয়ংকরতম যে সুনামি

মশিউর অর্ণব: [২] ২০১১ সালের ১১ মার্চ জাপানের স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে আঘাত হানে রিখটার স্কেলে ৯.০ মাত্রার একটি ভূমিকম্প। বিবিসি, সিএনএন, রয়টার্স, উইকিপিডিয়া

[৩] এর ফলে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ১০ মিটার বা ৩৩ ফুট উচ্চতার একটি প্রলয়ংকরী সুনামিও আঘাত হানে।

[৪] বিধ্বংসী এই ভূমিকম্পটি 'গ্রেট সেন্দাই ভূমিকম্প' অথবা 'গ্রেট টোহুকু ভূমিকম্প' হিসেবেও পরিচিত।

[৫] সরকারিভাবে ১৩,৩৩৩ জনের প্রাণহানির কথা বলা হলেও সেদিন নিহতের মোট সংখ্যা ছিল ২০ হাজারের অধিক, আহত হয়েছিলেন ৪৮,৭৮,২৮২ জন এবং নিখোঁজের সংখ্যা ছিল ১৫,১৫০।

[৬] বলা হয়ে থাকে, ভয়াবহ ওই সুনামির পানির গতি ছিল একটি জেট প্লেনের গতির সমান।

[৭] তীব্র মাত্রার ওই ভূমিকম্পের পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত অন্তত ৫ মাত্রার আরও ২০০টি শক্তিশালী কম্পন বা 'আফটার শক' অনুভূত হয়।

[৮] বাড়িঘর ও অফিস আদালতসহ মোট ৪ লাখ ২৪৩টি কাঠামো সম্পূর্ণরুপে বিধ্বস্ত হয়।

[৯] জাপানের ৩টি শহরের সর্বমোট ২ লাখ ৩৬ হাজার গাড়ি সুনামির তোড়ে সাগরে নিমজ্জিত হয়।

[১০] ফুকুশিমার দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সহ সেদিন মোট ৩টি পারমাণবিক প্ল্যান্ট প্লাবিত হয়।

[১১] দাইচি পরমাণু কেন্দ্রের ছয়টি চুল্লীর দু’টিতে বিস্ফোরণ ঘটে, এরপর আরও তিনটি রিয়্যাক্টরে আংশিক গলন ও অগ্নিকাণ্ড ঘটে।

[১২] বিদ্যুৎকেন্দ্রটির আশেপাশে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা প্রতি ঘন্টায় ৪০০ মিলিসিভার্টে পৌঁছায়।

[১৩] ১৯৮৬ সালের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ তেজস্ক্রিয় দুর্ঘটনা।

[১৪] ১৯০০ সালের পর থেকে, মাত্রার দিক বিবেচনা করলে জাপানের ৯.০ মাত্রার এই ভূমিকম্পটি ইতিহাসের চতুর্থ ভয়াবহতম ভূমিকম্প।

[১৫] এর আগে ১৯৬০ সালে চিলির ভালদিভিয়ায় ৯.৫ মাত্রার, ১৯৬৪ সালে আলাস্কার প্রিন্স উইলিয়াম সাউন্ডে ৯.২ মাত্রার, ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৯.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়