ইসমাঈল আযহার: [২] গত ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে রাজ্যটির বাসিন্দাদের বিশেষ মর্যাদা কেড়ে নেয় ভারতের বিজেপি সরকার। এরপর জম্মু, কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। ওয়ান ইন্ডিয়া, কাশ্মীর লিংক
[৩] বেশকিছু দিন ধরে কাশ্মীরের পরিস্থিতি সাভাবিক হয়েছে বলে দাবি করা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে। খবরে বলা হয়েছে, প্রশাসনিক স্তরে একাধিক নিষেধাজ্ঞা শিথিল হয়েছে। জেল থেকে মক্তি দেওয়া হয়েছে বহু কাশ্মীরি নেতাদের।
[৪] ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কাশ্মীরের প্রাক্তন পিডিপি নেতা আলতাফ বুখারির হাত ধরে কাশ্মীর উপত্যকায় মাথা তুলে দাঁড়াল নতুন রাজনৈতিক দল 'আপনি কাশ্মীর পার্টি'।
[৫] খবরে আরও বলা হয়েছে, কংগ্রেস, পিডিপি, ন্যাশনাল কন্ফারেন্সের মতো দল থেকে ৩১ জন নেতা বুখারির দলে যোগ দেবেন। কাশ্মীরে যখন একের পর এক নেতা, মন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীরা বন্দি, তখন সেখানে নতুন রাজনৈতিক দলের উত্থান হতে চলেছে।