শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে মদ গাঁজা ফেনসিডিল ইয়াবা ও মোটর সাইকেলসহ এক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক: [২] উপশহর ফাঁড়ি পুলিশ মদ, গাজা, ফেনসিডিল, ইয়াবা ও একটি পালসার মোটর সাইকেলসহ শাহআলম ওরফে আলম (৫০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। আটক শাহআলম সদর উপজেলা বিরামপুর কাজিপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে। এসময় শাহ আলমের ছেলে আমির হোসেন (২৫) পালিয়ে যায়। এঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।

[৩] উপশহর ফাঁড়ির এ এস আই শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে তারা গোপনে খবর পান বিরামপুর কাজিপাড়ার শাহআলমের বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ি মাদক দ্রব্য ক্রয়বিক্রয় করছে। এখবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শাহআলমে আটক করা হয়।। শাহআলমের ঘরের খাটের নীচ থেকে উদ্ধার করে ১০ বোতল ফেনসিডিল, এক বোতল বিদেশি মদ, তোশকের নীচ থেকে ১ শ গ্রাম গাঁজা ও মোটরসাইকেলের হেডলাইটের কভারের ভিতর থেকে বিশ পিচ ইয়াবা ও খাটের উপর থেকে নগদ ৩৫ শ টাকা উদ্ধার করা হয়। এসময় শাহআলমের ছেলে আমির হোসেন পালিয়ে যায়। এঘটনায় ফাড়ির এ এস আই শফিকুল ইসলাম বাদি হয়ে শাহআলম ও তার ছেলে আমির হোসেনের বিরুদ্ধে শুক্রবার মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়