শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তরুণরা করোনাভাইরাসে বেশি আক্রান্ত হলেও বয়স্ক মৃত্যুর হার বেশি, জানালেন অধ্যাপক সাব্রিনা ফ্লোরা

শাহীন খন্দকার : [২] শুক্রবার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর এর নিয়মিত ব্রিফিংয়ে করোনা পরিস্থিতি তুলে ধরেন আইইডিসিআর’র পরিচালক।

[৩] তিনি বলেন, করোনা ভাইরাসে টালমাটাল পুরো বিশ্ব। নতুন করে ছড়িয়েছে আরও ৫টি দেশে। এ নিয়ে ৮৬ দেশে মিলেছে কোভিড নাইন্টিনে আক্রান্ত রোগী। তবে যে চীন থেকে এই ভাইরাসের উৎপত্তি সেই উহান প্রদেশে শুক্রবারে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। দেশে এ মুহূর্তে করোনা সন্দেহে বিদেশ ফেরত তিন বাংলাদেশি হাসপাতালে রয়েছেন। তিনি বলেন, মৃত্যুর ক্ষেত্রে বিশ্লেষণ করে দেখেছি, সব চেয়ে বেশি মৃত্যু হচ্ছে যাদের বয়স ষাটের বেশি।

[৪] আইইডিসিআর’র পরিচালক বলেন, মোংলা বন্দরে ইন্দোনেশিয়া থেকে একটি জাহাজ এসেছে। সেখানে তিনজনের জ্বর দেখা দেয়, তিনজনের মধ্যে দুজন ভালো হয়ে গেছে। বাকি একজন জ্বর আক্রান্ত রয়েছেন। তাদের জাহাজের মধ্যে রাখা হয়েছে। তবে করোনা মোকাবিলায় জেলা-উপজেলায় র‌্যাপিড রেসপন্স টিম সতর্ক রয়েছে। একদিনের ব্যবধানে আইইডিসিআরের হটলাইনে সেবা চেয়ে ফোন কল বেশি আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক।

[৫] সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফ্লোরা বলেন, কুয়েত সরকার ও স্থানীয় কুয়েত দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাংলাদেশের নাগরিকদের কুয়েত যেতে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য সনদের প্রয়োজন নেই। এসময়ে পরিচালক বলেন, সিঙ্গাপুর, আরব আমিরাত, ইটালি ছাড়া অন্যান্য কোন দেশে এখনো পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশী কোভিড-১৯ আক্রান্ত হয়নি। তবে সিঙ্গাপুরে আইসিইউতে চিকিৎসাধীন বাংলাদেশী রোগীর অবস্থার উন্নতি হয়নি। তিনি জানান, দিল্লীতে উহান থেকে আগত ২৩ জন বাংলাদেশী নাগরিকে দিল্লী শহর থেকে ৪০ মাইল দূরে একটি কোয়ারেন্টিনে আছেন। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়