শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তরুণরা করোনাভাইরাসে বেশি আক্রান্ত হলেও বয়স্ক মৃত্যুর হার বেশি, জানালেন অধ্যাপক সাব্রিনা ফ্লোরা

শাহীন খন্দকার : [২] শুক্রবার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর এর নিয়মিত ব্রিফিংয়ে করোনা পরিস্থিতি তুলে ধরেন আইইডিসিআর’র পরিচালক।

[৩] তিনি বলেন, করোনা ভাইরাসে টালমাটাল পুরো বিশ্ব। নতুন করে ছড়িয়েছে আরও ৫টি দেশে। এ নিয়ে ৮৬ দেশে মিলেছে কোভিড নাইন্টিনে আক্রান্ত রোগী। তবে যে চীন থেকে এই ভাইরাসের উৎপত্তি সেই উহান প্রদেশে শুক্রবারে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। দেশে এ মুহূর্তে করোনা সন্দেহে বিদেশ ফেরত তিন বাংলাদেশি হাসপাতালে রয়েছেন। তিনি বলেন, মৃত্যুর ক্ষেত্রে বিশ্লেষণ করে দেখেছি, সব চেয়ে বেশি মৃত্যু হচ্ছে যাদের বয়স ষাটের বেশি।

[৪] আইইডিসিআর’র পরিচালক বলেন, মোংলা বন্দরে ইন্দোনেশিয়া থেকে একটি জাহাজ এসেছে। সেখানে তিনজনের জ্বর দেখা দেয়, তিনজনের মধ্যে দুজন ভালো হয়ে গেছে। বাকি একজন জ্বর আক্রান্ত রয়েছেন। তাদের জাহাজের মধ্যে রাখা হয়েছে। তবে করোনা মোকাবিলায় জেলা-উপজেলায় র‌্যাপিড রেসপন্স টিম সতর্ক রয়েছে। একদিনের ব্যবধানে আইইডিসিআরের হটলাইনে সেবা চেয়ে ফোন কল বেশি আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক।

[৫] সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফ্লোরা বলেন, কুয়েত সরকার ও স্থানীয় কুয়েত দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাংলাদেশের নাগরিকদের কুয়েত যেতে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য সনদের প্রয়োজন নেই। এসময়ে পরিচালক বলেন, সিঙ্গাপুর, আরব আমিরাত, ইটালি ছাড়া অন্যান্য কোন দেশে এখনো পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশী কোভিড-১৯ আক্রান্ত হয়নি। তবে সিঙ্গাপুরে আইসিইউতে চিকিৎসাধীন বাংলাদেশী রোগীর অবস্থার উন্নতি হয়নি। তিনি জানান, দিল্লীতে উহান থেকে আগত ২৩ জন বাংলাদেশী নাগরিকে দিল্লী শহর থেকে ৪০ মাইল দূরে একটি কোয়ারেন্টিনে আছেন। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়