শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দোল উৎসবে অশ্লীলতার অভিযোগ

মেহেরুবা শহীদ: [২] বৃহস্পতিবার ওই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দোল উৎসবের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই সব ছবিতে অশ্লীলতার অভিযোগ এনে সরব হয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ সুশীল শ্রেণীর একাংশ। আনন্দবাজার, এই সময়, কলকাতা ২৪

[৩] ভাইরাল ছবিগুলোতে দেখা যায় আবির দিয়ে ছেলেদের বুকে অশ্লীল শব্দ লেখা। আর শাড়ি পরা নারীদের পিঠে লেখা ইউটিউবার রোদ্দুর রায়ের বিকৃত করা রবীন্দ্রনাথের ‘চাঁদ উঠেছিল গগনে’ গানটি। সেই লেখার সঙ্গেও অশ্লীল শব্দ জুড়ে দেয়া হয়েছে। এ প্রসঙ্গে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অসন্তোষ প্রকাশকারীরা।

[৪] এ ব্যাপারে ওই বিশ্ববিদ্যালয় উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি জানান, ছবিগুলো এই বছরের কি না বা ক্যাম্পাসের মধ্যেই তোলা হয়েছে কি না, তা এখনই বলা সম্ভব নয়। পাশাপাশি ছবিটি সুপার ইমপোজ করে তৈরি কি না, তা খতিয়ে দেখা হোবে। দোল উৎসব উপলক্ষে ক্যাম্পাসে প্রচুর বহিরাগত এসেছিলেন। তাই কারা এই কাণ্ড ঘটিয়েছেন, তা চিহ্নিত করা প্রায় অসম্ভব। ওই ছবিতে যাদের দেখা যাচ্ছে, তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না তা খতিয়ে দেখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়