মেহেরুবা শহীদ: [২] বৃহস্পতিবার ওই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দোল উৎসবের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই সব ছবিতে অশ্লীলতার অভিযোগ এনে সরব হয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ সুশীল শ্রেণীর একাংশ। আনন্দবাজার, এই সময়, কলকাতা ২৪
[৩] ভাইরাল ছবিগুলোতে দেখা যায় আবির দিয়ে ছেলেদের বুকে অশ্লীল শব্দ লেখা। আর শাড়ি পরা নারীদের পিঠে লেখা ইউটিউবার রোদ্দুর রায়ের বিকৃত করা রবীন্দ্রনাথের ‘চাঁদ উঠেছিল গগনে’ গানটি। সেই লেখার সঙ্গেও অশ্লীল শব্দ জুড়ে দেয়া হয়েছে। এ প্রসঙ্গে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অসন্তোষ প্রকাশকারীরা।
[৪] এ ব্যাপারে ওই বিশ্ববিদ্যালয় উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি জানান, ছবিগুলো এই বছরের কি না বা ক্যাম্পাসের মধ্যেই তোলা হয়েছে কি না, তা এখনই বলা সম্ভব নয়। পাশাপাশি ছবিটি সুপার ইমপোজ করে তৈরি কি না, তা খতিয়ে দেখা হোবে। দোল উৎসব উপলক্ষে ক্যাম্পাসে প্রচুর বহিরাগত এসেছিলেন। তাই কারা এই কাণ্ড ঘটিয়েছেন, তা চিহ্নিত করা প্রায় অসম্ভব। ওই ছবিতে যাদের দেখা যাচ্ছে, তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না তা খতিয়ে দেখা হবে।