নুর উদ্দিন মুরাদ,কোম্পানীগঞ্জ প্রতিনিধি: [২] ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব বর্ষে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ ) বিকাল ৫ টায় হাজারীহাট বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে স্থানীয় হাজারীহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,নোয়াখালী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবদুল কাদের মির্জা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান,চরহাজারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ নুরুল হুদা,উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক শাহ্ আজিজুর রহমান,চরহাজারী ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বাহার খাঁন,কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল,চরপার্বতী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক জহিরুল ইসলাম তানভীর,চরপার্বতী ইউনিয়ন যুবলীগ সভাপতি এনামুল হক হকসাব,চরহাজারী যুবলীগের সাবেক সভাপতি গোলাম হোসেন রাফেল, চরহাজারী যুবলীগ সভাপতি মহি উদ্দিন সোহাগ, সাধারন সম্পাদক হাসান রাজু,উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না, যুগ্ম-সাধারন সম্পাদক আরিফুর রহমান, চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বোরহান উদ্দিন মিঠু, সাধারন সম্পাদক শাহের আলম প্রিপ্তী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মাদকের খারাপ দিক গুলো আলোচনা করেন এবং মুজিব বর্ষে তরুন প্রজন্মকে মাদক মুক্ত সমাজ গড়ার শপথ নিতে আহ্বান জানান।এসময় সচেতনতা মুলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।