মাজহারুল ইসলাম : [২] বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ দায়িত্ব দেয়া হয়।
জানা যায়, খোকন ইতোমধ্যে আমেরিকার ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সম্মেলনের লক্ষে আহবায়ক কমিটি গঠন করেছেন। জর্জিয়ায় কাউন্সিল করে ভোটাভুটির মাধ্যমে কমিটি করেছেন। প্রায় প্রতিটি অঙ্গরাজ্য ও কানাডা সফর করে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় বসবাসকারী প্রবাসীদের মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির আদর্শ উদ্দেশ্য ও নীতি জোরালোভাবে প্রচারের মাধ্যমে বিএনপিকে গড়ে তুলতে সাংগঠনিক কমিটি গঠন বা পুনর্গঠন করার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে। তবে প্রতিটি কমিটি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে কেন্দ্রের পরামর্শ গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।