শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চসিক নির্বাচন পেছানোসহ চার দফা দাবিতে নির্বাচন কমিশনারের কাছে বিএনপির আবেদন

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পেছানো সহ চার দফা দাবিতে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন জানিয়েছেন।

[৩] বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে একটি চিঠি জমা দেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান। বিএনপি’র মেয়র প্রার্থী তাদের দাবী সম্বলিত যে চিঠি দিয়েছেন সেটা গ্রহণ করে কমিশনে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

[৪] বিএনপির দাবিগুলো হলো: চসিকের ২৯ মার্চের নির্বাচন পিছিয়ে ৩১ মার্চ করা, ইভিএমের প্রতিটি বুথে ইউনিফর্ম পরিধানরত সেনাবাহিনীর অফিসার নিয়োগের মাধ্যমে অবৈধ আনাকাঙ্খিত লোক যাতে অন্যের ভোট দিতে না পারে সে দায়িত্ব এবং একই সাথে পোলিং এজেন্টের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।

[৫] তাছাড়া প্রিজাইডিং অফিসারের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোট দেওয়ার এখতিয়ার ১ শতাংশ আনতে হবে। কারণ, সিটি নির্বাচনে প্রায় ২০ লাখ ভোটের মধ্যে ৫ শতাংশ ভোট যদি প্রিজাইডিং অফিসারের আওতায় থাকে তাহলে ১ লাখ ভোট হয় যা নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করে। ভোটগ্রহণের সময় ৪শ গজের মধ্যে কোনো বহিরাগত যাতে জড়ো হতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

[৬] চিঠি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহŸায়ক আবু সুফিয়ানসহ দলের নেতৃবৃন্দরা । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়