মাজহারুল ইসলাম : [২] পিরোজপুর স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় কলেজিয়েট একাডেমি মাঠে গতকাল দুপুরে এসব কথা বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
৩] তিনি বলেন, এরা দলের মধ্যে বিভাজন সৃষ্টির পায়তারা চালাচ্ছে। দলের মধ্যে বিভাজন সৃষ্টিকারিদের বরদাস্ত করা হবে না। এদের ব্যাপারে সতর্ক থেকে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।
৪] সদ্য হত্যাকান্ডের শিকার আওয়ামী লীগ নেতা মো. মামুন মিয়ার স্মরণে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় মন্ত্রী বলেন, প্রয়াত নেতারা নিখাত আওয়ামী লীগ নেতা ছিলেন। তাদের আদর্শ ও দলের প্রতি আনুগত্য আমাদের স্মৃতিতে চির জাগরুক হয়ে থাকবে।
৫] মন্ত্রী আরও বলেন, মামুন মিয়ার খুনিদের খুঁজে বের প্রকৃত সত্য উদঘাটন করে বিচারের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোন আপরাধীই দায় মুক্তি পায়নি এবং ভবিষ্যতে পাবে না।