রাজু চৌধুরী :[২] চট্টগ্রাম সিটি নির্বাচনকে ঘিরে যেকোন সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কমিশন কঠোর হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
[২] শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন। ২৮ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনার পর নির্বাচনে কোন নাশকতার আশঙ্কা করছেন কী না এমন প্রশ্নে তিনি বলেন, গতকালের ঘটনা নিয়ে মামলা হয়েছে এবং তদন্ত করছে পুলিশ। যদি মামলাতে কেউ দোষী প্রমাণিত হয় এবং তদন্ত প্রতিবেদনে প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা একটুকু দ্বিধা করবো না তার প্রার্থীতা বাতিল করতে। তাছাড়া কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করলে তা দমনে কঠোর হবে কমিশন। তিনি আরও বলেন, প্রার্থীদের এবং ভোটারদের চলাচলের সুবিধার্থে সীমিত আকারে যানবাহন খোলা রাখার ব্যাপারে মতামত পেয়েছি। এছাড়া অফিসগুলোকে আধাবেলা খুলে রাখার প্রস্তাবনাও আছে। নির্বাচন কমিশনাররা একসঙ্গে বসে আমরা বিষয়গুলো চূড়ান্ত করবো। রফিকুল ইসলাম বলেন, প্রার্থীদের সাথে মিটিং করার চিন্তাভাবনা করা হচ্ছে। পোস্টার লাগানো, চট্টগ্রাম শহর পরিবেশ দূষণের হাত থেকে যেন রক্ষা পায় সেই ব্যাপারে।এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়ন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনির হাসান, র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েল, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান।