শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্টার মিলান-জুভেন্টাস ম্যাচে ‘এল ক্লাসিকো’র স্বাদ পান রোনালাদো

স্পোর্টস ডেস্ক : [২] স্পেন থেকে ইতালিতে পাড়ি জমানোয় রিয়াল-বার্সা দ্বৈরথ তথা ‘এল ক্লাসিকো’ থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ দ্বৈরথের স্বাদ জুভেন্টাস-ইন্টার মিলান ম্যাচে খুঁজে পেয়েছেন তিনি। দর্শকবিহীন ম্যাচ খেললেও এটিকে তিনি রিয়াল-বার্সা দ্বৈরথ হিসেবেই ধরে নিয়েছেন।

[৩] করোনাভাইরাসের শঙ্কায় ম্যাচটি হবে ক্লোজ ডোরে। রিয়ালের হয়ে এল ক্লাসিকোতে আলো ছড়ানো রোনালদো জুভেন্টাসের হয়ে ইতালিয়ান ডার্বিতে খেলতে উন্মুখ হয়ে আছেন।

[৪] তিনি বলেন, ‘এটা দারুণ একটা ম্যাচ হবেৃ.রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচের মতোই। যে ম্যাচগুলো খেলতে ভালো লাগে, ইন্টারের বিপক্ষে ম্যাচ এর মধ্যে অন্যতম। যেমনটা ভালো লাগে এসি মিলান বা লাৎসিও বিপক্ষের ম্যাচ। এটা চমৎকার একটা ম্যাচ হবে এবং আমরা দারুণ একটা ম্যাচ খেলার চেষ্টা করব। সমর্থকদের অনুপস্থিতির কারণে আমরা খুশি নই কিন্তু দায়িত্ব একই থাকবেৃজেতা এবং ভালো একটা ম্যাচ খেলা।’

[৫] ‘স্টেডিয়ামের ভেতর সমর্থকদের না থাকাটা ভালো লাগবে না কিন্তু স্বাস্থ্য সবার আগে। যদি দরজা বন্ধ করাই সেরা সমাধান হয়, তাহলে সেটাই ঠিক।’- যোগ করেন তিনি।

[৬] ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান ৫৪ পয়েন্ট নিয়ে আছে তিনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়