শিরোনাম
◈ ওসমান হাদি হত্যার মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়েছেন, স্বীকার করল পুলিশ ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল?

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্টার মিলান-জুভেন্টাস ম্যাচে ‘এল ক্লাসিকো’র স্বাদ পান রোনালাদো

স্পোর্টস ডেস্ক : [২] স্পেন থেকে ইতালিতে পাড়ি জমানোয় রিয়াল-বার্সা দ্বৈরথ তথা ‘এল ক্লাসিকো’ থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ দ্বৈরথের স্বাদ জুভেন্টাস-ইন্টার মিলান ম্যাচে খুঁজে পেয়েছেন তিনি। দর্শকবিহীন ম্যাচ খেললেও এটিকে তিনি রিয়াল-বার্সা দ্বৈরথ হিসেবেই ধরে নিয়েছেন।

[৩] করোনাভাইরাসের শঙ্কায় ম্যাচটি হবে ক্লোজ ডোরে। রিয়ালের হয়ে এল ক্লাসিকোতে আলো ছড়ানো রোনালদো জুভেন্টাসের হয়ে ইতালিয়ান ডার্বিতে খেলতে উন্মুখ হয়ে আছেন।

[৪] তিনি বলেন, ‘এটা দারুণ একটা ম্যাচ হবেৃ.রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচের মতোই। যে ম্যাচগুলো খেলতে ভালো লাগে, ইন্টারের বিপক্ষে ম্যাচ এর মধ্যে অন্যতম। যেমনটা ভালো লাগে এসি মিলান বা লাৎসিও বিপক্ষের ম্যাচ। এটা চমৎকার একটা ম্যাচ হবে এবং আমরা দারুণ একটা ম্যাচ খেলার চেষ্টা করব। সমর্থকদের অনুপস্থিতির কারণে আমরা খুশি নই কিন্তু দায়িত্ব একই থাকবেৃজেতা এবং ভালো একটা ম্যাচ খেলা।’

[৫] ‘স্টেডিয়ামের ভেতর সমর্থকদের না থাকাটা ভালো লাগবে না কিন্তু স্বাস্থ্য সবার আগে। যদি দরজা বন্ধ করাই সেরা সমাধান হয়, তাহলে সেটাই ঠিক।’- যোগ করেন তিনি।

[৬] ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান ৫৪ পয়েন্ট নিয়ে আছে তিনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়